ajkertarunkantho
ঢাকাসোমবার , ১২ জুন ২০২৩
 1. অপরাধ-দুর্নীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. ইতিহাস ঐতিহ্য
 5. ইসলাম ও জীবন
 6. কৃষি সমাচার
 7. খেলাধুলা
 8. জনদুর্ভোগ
 9. জাতীয়
 10. ধর্ম ও সংস্কৃতি
 11. প্রবাস সমাচার
 12. বাণিজ্য
 13. বিজ্ঞান ও প্রযুক্তি
 14. বিনোদন
 15. বিশেষ প্রতিবেদন

সিংগাইরে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার-৫

নিউজ রুম
জুন ১২, ২০২৩ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জের সিংগাইরে মাদক বিরোধী অভিযানে সাড়ে ৩০০ পিস ইয়াবা ও ২৪ গ্রাম হেরোইনসহ পাঁচ মাদক কারবারিকে আটক করেছেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১২ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন।

আটকৃতরা হলেন- সিংগাইর উপজেলার বকচর গ্রামের খোকন, রমজান আলী, আজিমপুর গ্রামের কিয়ানুর, জায়গীর গ্রামের মো. আনোয়ার হোসেন ও নয়াপাড়া গ্রামের মো. মুজিবুর হোসেন।

পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, গতকাল রবিবার বিকাল থেকে রাত পর্যন্ত মানিকগঞ্জে সিংগাইর উপজেলার বকচর, আজিমপুর ও জায়গীর এলাকায় পৃথক অভিযান চালিয়ে পাঁচ মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় খোকনের কাছ থেকে ১০০ পিছ ও কিয়ানুরের কাছ থেকে ২০০ পিছ ইয়াবা ট্যাবলেট এবং আনোয়ার হোসেনের কাছ থেকে ২৪ গ্রাম হেরোইন ও ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ ৪৫ হাজার টাকা।

তিনি আরো জানান, আটক খোকন ও আনোয়ার হোসেনের বিরুদ্ধে আদালতে দুইটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় সিংগাইর থানায় পৃথক তিনটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদককারীদের বিরুদ্ধে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।