ajkertarunkantho
ঢাকামঙ্গলবার , ১৩ জুন ২০২৩
  1. অপরাধ-দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলাম ও জীবন
  6. কৃষি সমাচার
  7. খেলাধুলা
  8. জনদুর্ভোগ
  9. জাতীয়
  10. ধর্ম ও সংস্কৃতি
  11. প্রবাস সমাচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন

রায়পুরায় নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার-৩

নিউজ রুম
জুন ১৩, ২০২৩ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরাতে এক নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যার ঘটনায় ৩ আসামীকে গ্রেপ্তার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন, রায়পুরা উপজেলার নিলক্ষা গ্রামের সমসু মিয়ার ছেলে কাউসার মিয়া, ধলা মিয়ার ছেলে বশির মিয়া ও সোনাকান্দী গ্রামের ওলেদ মিয়ার ছেলে বাবুল মিয়া।

মঙ্গলবার (১৩ জুন) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে গ্রেপ্তার হওয়ার বিষয়টি নিশ্চিত করেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বান চৌধুরী। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, রায়পুরা থানাধীন নিলক্ষা ইউনিয়নের আতশআলী বাজারে আধিপত্য বিস্তার ও গ্রাম্য দলাদলির কারনে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিলো। সেই বিরোধের জের ধরে রবিবার দিবাগত রাতে প্রতিপক্ষের দোকানপাট লুট করার জন্য বাজারে আসে ঘাতকরা। এসময় নৈশপ্রহরী করিম বাধা প্রদান করিলে, তাকে কুপিয়ে হত্যা করে পালিয় যায়। পরে নরসিংদী জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম (পিপিএম) এর দৃষ্টিগোচর হলে তিনি বিষয়টি গুরুত্ব সহকারে জেলা গোয়েন্দা পুলিশকে নির্দেশ দিলে ওসি মোহাম্মদ আবুল বাশার এর নেতৃত্বে একাধিক দল বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেন। এসময় তাদের কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত চাপাতি উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ আবুল বাশার, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, গত রবিবার দিবাগত রাত ২টায় নিলক্ষা ইউনিয়নের আতশআলী বাজারে আব্দুল করিম (৪৫) নামে এক নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। সে একই ইউনিয়নের সোনাকান্দি গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে ছিলো।