মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক হিসেবে নির্বাচিত হলেন সাবেক ছাত্রলীগ নেতা ফাহিম রহমান খান রনি।
আজ (১৪ ই জুন) বুধবার দুপুরে তাকে এই পদে ঘোষনা করা হয়েছে।
উল্লেখ্য এর আগে ফাহিম রহমান খান রনি কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সহ সম্পাদক এবং মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যকরি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছে।
নবনির্বাচিত মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক ফাহিম রহমান খান রনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে নিরলস ভাবে আমি আমার দায়িত্ব পালন করে যাব। সোনার বাংলার মহামানব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশে বুকে ধারণ করে রাজনীতি করে সক্রিয় ভাবে রাজপথে ছিলাম ভবিষ্যতেও থাকবো।