ajkertarunkantho
ঢাকাবৃহস্পতিবার , ১৫ জুন ২০২৩
  1. অপরাধ-দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলাম ও জীবন
  6. কৃষি সমাচার
  7. খেলাধুলা
  8. জনদুর্ভোগ
  9. জাতীয়
  10. ধর্ম ও সংস্কৃতি
  11. প্রবাস সমাচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন

হরিরামপুরে ২০০ দুগ্ধখামারীর মাঝে সনদ বিতরন

নিউজ রুম
জুন ১৫, ২০২৩ ৪:৩৪ অপরাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জ প্রতিনিধি:

দুগ্ধ ব্যবস্থাপনায় উত্তম চর্চা বিষয়ক ২ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা সমাপনী অনুষ্ঠানে ২০০ খামারির মাঝে সনদ বিতরন করা হয়েছে।

বৃহস্পতিবার ১৫ জুন সকাল দুপুর ১ টায় মানিকগঞ্জ জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে হরিরামপুর উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের প্রশিক্ষণ রুমে বেলা এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:মো: জহুরুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা ভেটেনারি সার্জন ডা:সেমন্ত কুমার ভৌমিক এর সঞ্চালনায় এবং এলডিডিপি এর বাস্তবায়নে উক্ত প্রশিক্ষণ ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:মো:মাহবুবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হরিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মো:শাহরিয়ার রহমান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সম্প্রসারণ কর্মকর্তা মো:সাইফুল ইসলাম।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জহুরুল ইসলাম জানান, জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর এর আয়োজনে আমার উপজেলায় দুগ্বখামার ব্যবস্থাপনায় ২ দিন ব্যাপি প্রশিক্ষণ ও ২০০ খামারিদের মাঝে সনদ প্রদান করা হয়েছে। যা একটু খামারীদের দুগ্ধ উৎপাদন সংরক্ষণ ও বিতরণে সহায়তা করবে।