ajkertarunkantho
ঢাকাবৃহস্পতিবার , ১৫ জুন ২০২৩
  1. অপরাধ-দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলাম ও জীবন
  6. কৃষি সমাচার
  7. খেলাধুলা
  8. জনদুর্ভোগ
  9. জাতীয়
  10. ধর্ম ও সংস্কৃতি
  11. প্রবাস সমাচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন

নওগাঁর নিয়ামতপুরে কলেজ ছাত্রীর আত্মহত্যা

নিউজ রুম
জুন ১৫, ২০২৩ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

মো. আল মাহমুদ, নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর নিয়ামতপুরে কলেজ ছাত্রী ঘুম ও গ্যাসের বড়ি খেয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।

বুধবার ১৩ জুন সকাল সাড়ে ১০টার দিকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পুলিশ সংবাদ পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মৃত- সুখী খাতুন (১৯), উপজেলার সদর ইউনিয়নের নেহেন্দা গ্রামের একরামুল হকের মেয়ে। এবং সে নিয়ামতপুর সরকারী কলেজের একাদ্বশ শ্রেণির ছাত্রী। তবে আত্মহত্যার সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি।
থানা সূত্রে জানায়, ১৩ জুন মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় সুখী খাতুনের মা তাসলিমা বেগম প্রথম দেখতে পান যে, তার মেয়ে অনেকগুলো ঘুমের ও গ্যাসের বড়ি খেয়ে নিয়েছে। সাথে সাথে তাকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার তাকে বাঁচানোর অনেক চেষ্টা করেন। অবশেষে বেলা ১০টার সময় কর্তব্যরত চিকিৎসক সুখী খাতুনকে মৃত ঘোষনা করেন। এবং সাথে সাথে হাসপাতাল থেকে থানায় সংবাদ দিলে পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আনেন বিষয়টি নিশ্চিত করে নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ আসাদুজ্জামান আসাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল শেষে মৃতের লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হবে। আর এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।