ajkertarunkantho
ঢাকাশনিবার , ১৭ জুন ২০২৩
  1. অপরাধ-দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলাম ও জীবন
  6. কৃষি সমাচার
  7. খেলাধুলা
  8. জনদুর্ভোগ
  9. জাতীয়
  10. ধর্ম ও সংস্কৃতি
  11. প্রবাস সমাচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উগান্ডায় স্কুলে হামলায় শিশুসহ নিহত ৪০

নিউজ রুম
জুন ১৭, ২০২৩ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় একটি স্কুলে ‘সন্ত্রাসী হামলায়’ শিশুসহ অন্তত ৪০ জন নিহত হয়েছে। দেশটির পুলিশ বিভাগের বরাত দিয়ে শনিবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

উগান্ডার জাতীয় পুলিশের মুখপাত্র ফ্রেড এনানগা বলেন, ইসলামিক স্টেটের সঙ্গে সম্পর্কিত অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস এই হামলা চালিয়েছে।

তিনি জানান, শুক্রবার রাতে উগান্ডার পশ্চিমাঞ্চলীয় এমপন্ডাউই এলাকায় একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে হামলা হয়। সেখানে একটি ডরমিটরি পুড়িয়ে দেওয়া হয় এবং খাদ্য সংরক্ষণাগার লুট করা হয়।

পুলিশের এই মুখপাত্র জানান, স্কুল থেকে এখন পর্যন্ত ৪০ জনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে স্কুলের ছেলে-মেয়েও রয়েছে।

তিনি আরও জানান, গুরুতর আহত অবস্থায় আটজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে হামলায় নিহতদের মধ্যে শিক্ষার্থী কয়জন তা নিশ্চিত করে জানাতে পারেননি তিনি।