ajkertarunkantho
ঢাকাসোমবার , ১৯ জুন ২০২৩
  1. অপরাধ-দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলাম ও জীবন
  6. কৃষি সমাচার
  7. খেলাধুলা
  8. জনদুর্ভোগ
  9. জাতীয়
  10. ধর্ম ও সংস্কৃতি
  11. প্রবাস সমাচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন

অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান করতে গিয়ে রাইফেল হারিয়ে ফেললেন পুলিশ সদস্য

নিউজ রুম
জুন ১৯, ২০২৩ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

মুরাদ খান মানিকগঞ্জ থেকে:

মানিকগঞ্জের দৌলতপুরে মোবাইল কোর্টে গিয়ে এক পুলিশ সদস্য রাইফেল হারিয়ে ফেলেন পুলিশ সদস্য ওই পুলিশ সদস্যের নাম আল আমিন

উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের যমুনা নদীতে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: বাচ্চু মিয়ার অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে এ ঘটনা ঘটে।

বাচ্চু মিয়া দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার বসিয়ে যমুনা নদী থেকে বালু উত্তোলন করছিল। আশপাশের বসতবাড়ি হুমকির মুখে পড়ে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অর্ণব মালাকার মোবাইল কোর্ট পরিচালনা করে ড্রেজার মেশিনটি জব্দ করেন। কিন্ত সেই মোবাইল কোর্ট পরিচালনার সময় রাইফেল হারিয়ে ফেলেন দৌলতপুর থানার পুলিশ সদস্য আলআমিন।

 

বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আমজাদ হোসেন বলেন, মোবাইল কোর্টে বাচ্চু মিয়ার অবৈধ ড্রেজার জব্দ করা হয়েছে। এসময় এক পুলিশ সদস্যের রাইফেল নদীতে পড়ে গিয়েছিল, এখন খোঁজাখুঁজি চলছে।

মোবাইল কোর্ট চলমান রয়েছে জানিয়ে সরকারি কমিশনার (ভূমি) অর্ণব মালাকার বলেন, বিস্তারিত জানতে বিকেলে যোগাযোগ করুন। তবে পুলিশ সদস্যের রাইফেল হারিয়ে ফেলার বিষয়ে তিনি কোন মন্তব্য করেননি।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম মোল্ল্যার মুঠোফোনে যোগাযোগ করলে তিনি পরে কথা বলবে বলে ফোন কেটে দেন।