ajkertarunkantho
ঢাকাবৃহস্পতিবার , ২২ জুন ২০২৩
  1. অপরাধ-দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলাম ও জীবন
  6. কৃষি সমাচার
  7. খেলাধুলা
  8. জনদুর্ভোগ
  9. জাতীয়
  10. ধর্ম ও সংস্কৃতি
  11. প্রবাস সমাচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আ’লীগ সরকার আছে বলেই দেশে পদ্মা সেতু, মেট্রোরেল হয়েছে-এমপি মমতাজ

নিউজ রুম
জুন ২২, ২০২৩ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

এস.এম.নুরুজ্জামান, মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জ ২ আসনের সংসদ সদস্য আন্তর্জাতিক কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই দেশে পদ্মাসেতু মেট্রোরেল হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নে পবিত্র ঈদ-উল আযাহা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের ভিজিএফের চাউল বিতরণ সময় তিনি এসব কথা বলেন।

পুটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিদুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) আসমা উল হুসনা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনোয়ার হোসেন বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা এম এ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশের মানুষের ঘরে ঘরে শতভাগ বিদ্যুৎ পৌছে দিয়েছেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই মেট্রোরেল ও পদ্মা সেতুর মতো বড় বড় উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। অবকাঠামোগত উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবার আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রাখতে হবে। কারণ অন্য কোন দল ক্ষমতায় আসলে সরকারের দীর্ঘ মেয়াদি অবকাঠামো কাজগুলো বন্ধ করে দেবে। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রাখুন।

এসময় ১ হাজার ৩১৩ জন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ভিজিএফের চাউল বিতরণ করা হয়েছে।