মো. কামরুল হোসেন সুমন, স্টাফ রিপোর্টার:
ভোলার তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ ভোলা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম ভোলা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে রাখা, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, বিট পুলিশিংয়ে সাফল্য অর্জন করায় তাকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ঘোষনা করেন।
পরে মাকসুদুর রহমান মুরাদের হাতে শ্রেষ্ঠ ওসির সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভোলা রিপন চন্দ্র সরকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার, তজুমদ্দিন সার্কেল মোঃ মাসুম বিল্লাহসহ পুলিশের উধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিনি শ্রেষ্ঠ ওসি হওয়ায় তার সিনিয়র স্যারদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তজুমদ্দিন থানায় প্রথম বারের মতো এই স্বীকৃতির মুল চালিকাশক্তি থানার সকল অফিসার ও ফোর্সবৃন্দ সহযোগীতার জন্য ধন্যবাদ জানান পাশাপাশি তজুমদ্দিনবাসীর নিকট দোয়া কামনা করছি। তিনি এর আগেও ৪ বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন।