একজন আফগান শরণার্থীকে হত্যার অপরাধে যুক্তরাষ্ট্রে সাবেক সেনা ডাস্টিন প্যাসারেলিকে ৫৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ওই শরণার্থীকে গুলি করার আগে ইসলামবিদ্বেষী মন্তব্যও করেছিলেন তিনি। ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে ঘটেছিল। খবর আল জাজিরা।
তিন দিন ধরে বিচারের পর ৩২ বছর বয়সী মুস্তাফা আইয়ুবিকে হত্যার অপরাধে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের আদালতে দোষী সাব্যস্ত হন ডাস্টিন প্যাসারেলি।
২০১৯ সালের ফেব্রুয়ারিতে ইন্ডিয়ানাপোলিস শহরে নিরস্ত্র আইয়ুবিকে গুলি করে হত্যা করেন প্যাসারেলি। একটি ময়নাতদন্তে দেখা গেছে আফগান ওই শরণার্থীকে মোট আটবার গুলি করা হয়েছে। এর মধ্যে তার পিঠে ৭ বার গুলি করা হয়।
প্রসিকিউটররা জানিয়েছেন, প্যাসারেলি রাস্তায় আইয়ুবির সঙ্গে বিতর্কে লিপ্ত হন। পরে তিনি আইয়ুবিকে অনুসরণ করে তার অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে যান। প্রত্যক্ষদর্শীদের দেওয়া বক্তব্য অনুযায়ী, গুলি চালানোর আগে তিনি ইসলামবিদ্বেষী বিভিন্ন মন্তব্য করেন। আইয়ুবিকে নিজ দেশে ফিরে যাওয়ার জন্য বলেন।
এদিকে মার্কিন এই সেনা দাবি করেন, সেনাবাহিনীতে চাকরি করার কারণে তিনি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে (পিটিএসডি) ভুগছিলেন। ফলে তিনি নিরস্ত্র আইয়ুবিকে গুলি করে বসেন।
প্রসঙ্গত, পিটিএসডি হল একটি মানসিক ব্যাধি, যা কোনো আঘাতজনিত ঘটনা যেমন যৌন আক্রমণ, যুদ্ধ, যানবাহনের সংঘর্ষ, বা বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন হলে দেখা দিতে পারে।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর