মো. কামরুল ইসলাম সুমন, স্টাফ রিপোর্টার:
ভোলার বিছিন্ন দ্বীপ মনপুরা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে, বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে আজ শুক্রবার সকাল ১০:০০ ঘটিকার সময় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, র্যালী, আলোচনা সভার মধ্য দিয়ে আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মনপুরা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উত্তর সাকুচিয়া ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন মিয়ার সঞ্চালনায় আলোচনা সভার সভাপতিত্ব করেন মনপুটা উপজেলা আ’লীগ সভাপতি(ভরপ্রাপ্ত) এ কে এম শাহজাহান মিয়া।
এই সময় উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।