মো. কামরুল হোসেন সুমন, স্টাফ রিপোর্টার:
ভোলার মনপুরা উপজেলা ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড সংলগ্ন মেঘনা নদীতে জলদস্যু কায়দায় জেলেদের নৌকায় হামলা ও ইটপাটকেল ছরাছড়ির ঘটনা ঘটে শুক্রবার দিন গত রাত আনুমানিক ১২:৩০ ঘটিকার সময় এই ঘটনা ঘটে।
ঘটনা সূত্রে যানা যায়,মো নোমান মাঝির নৌকার জেলেদের সাথে কথার কাটা কাটির এক পর্যায়ে মো জামাল মাঝি ঘাটে ফোন করে অপর এক নৌকা নিয়ে মো নোমান মাঝির নৌকায় হামলা করে জলদস্যু কায়দায়।
ঘটনায় জরিত ঔ নৌকা দাসের হালার মো জামাল মাঝির, অপর নৌকা মো নোমান মাঝির জেলেদের উপর হামলা চালায়। এই সময় মারা মারির এক পর্যায়ে এক অসহায় জেলের চোখে গুরুতর আগাত লাগলে।
পরে তাকে রাতে স্পীড বোট যোগে চরফ্যাশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়,পরে চিকিৎসক আহত ব্যাক্তিকে জরুরি ভিত্তিতে বরিশালে রেপার করে দেয়,জরুরি ভিত্তিতে তাকে আবার স্পীড বোট যোগে বরিশালে নিয়ে যাওয়া হয়।
ঘটনা শুনে সকালে জেলেদের কাছে জানতে চাইলে তারা বলেন মো নোমান মাঝির নৌকার ইঞ্জিন খারাপ থাকার কারনে আমাদের উপর এভাবে হামলা করে। হামলা করার কারনে আমাদের নোকার ৩িন জন আহত হয়েছে এক জন গুরুতর আহত তাকে বরিশালে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, আমরা নদীতে মাছ শিকার করতে গিয়ে যদি এভাবে হামলার শিকার হতে হয় তাহলে কি ভাবে আমরা নদীতে মাছ ধরব বুঝতে পারছিনা।