ajkertarunkantho
ঢাকামঙ্গলবার , ৪ জুলাই ২০২৩
  1. অপরাধ-দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলাম ও জীবন
  6. কৃষি সমাচার
  7. খেলাধুলা
  8. জনদুর্ভোগ
  9. জাতীয়
  10. ধর্ম ও সংস্কৃতি
  11. প্রবাস সমাচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন

সিংগাইরে চোরাইকৃত অটোরিকশা সহ চোর চক্রের সক্রিয় সদস্য আটক

নিউজ রুম
জুলাই ৪, ২০২৩ ৮:৪১ অপরাহ্ণ
Link Copied!

সিংগাইরে আজাহার ইসলাম (২৯) নামের অটোরিকশা চোর চক্রের এক সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। এসময় চোরাইকৃত একটি অটোরিকশা উদ্ধার করা হয়।

সোমবার (৪ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম। এর আগে গতকাল (৩ জুলাই) রাত সাড়ে তিনটার দিকে সিংগাইর থানায় কর্মরত এএসআই মো. আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দাশেরহাটি এলাকার আলমমারা ব্রীজের উপর চেকপোস্ট ডিউটিকালীন সন্দেহজনক ইজি বাইক (অটো) গাড়ী সিগন্যাল দিয়া থামানোর চেষ্টা করলে
অটো গাড়ীতে থাকা আসামীরা দৌড়াইয়া পালানোর চেষ্টা কালে তাকে আটক করা হয়।

আটককৃত মো. আজাহার ইসলাম(২৯), ঢাকা আশুলিয়ার ভাদাইল গ্রামের মৃত আক্তার হোসেন ছেলে।

আটককৃতের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানায়, উদ্ধারকৃত চোরাই ইজি বাইকটি সিংগাইর থানাধীন উত্তর চারিগ্রামের খোরশেদ এর অটো গ্যারেজের শাটারের তালা কেটে চুরি করেছে বলিয়া স্বীকার করে। সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশল অবলম্বন করে অজ্ঞাতনামা আসামীদের সহায়তায় বিভিন্ন চোরের কাছ থেকে অটোরিকশা চুরি করতো।

এ বিষয়ে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, অটোরিকশা চোর চক্রের এক সক্রিয় সদস্যকে অটোরিকশা সহ আটক করা হয়েছে। আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।