ajkertarunkantho
ঢাকাশুক্রবার , ৭ জুলাই ২০২৩
  1. অপরাধ-দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলাম ও জীবন
  6. কৃষি সমাচার
  7. খেলাধুলা
  8. জনদুর্ভোগ
  9. জাতীয়
  10. ধর্ম ও সংস্কৃতি
  11. প্রবাস সমাচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন

বাঘার মোটর সাইকেলের ধাক্কায় যুবক নিহত

নিউজ রুম
জুলাই ৭, ২০২৩ ৮:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

মোস্তাফিজুর রহমান, বাঘা (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর বাঘার যুবক জামরুল ইসলাম জামু (৪০) পাবনা জেলার ঈশ্বরদী রুপপুরে মোটর সাইকেলের ধাক্কায় নিহত হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল ১০টার দিকে ঈশ্বরদীর রুপপুর বাজার এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

জানা যায়, রাজশাহীর বাঘা পৌরসভার উত্তর মিলিকবাঘা গ্রামের খোরশেদ আলী প্রামানিকের ছেলে জামরুল ইসলাম জামু পরিবার নিয়ে ঈশ্বরদী রুপপুরে থাকেন। সে রুপপুরে ফুটপাতে বসে ঝালমুড়ি বিক্রি করতেন। দোকানের মালপত্র ক্রয়ের জন্য বৃহস্পতিবার রুপপুরে বাজার করতে যাচ্ছিলেন। রুপপুর বাজার এলাকার হাইওয়ে সড়কে পৌঁছালে পেছন দিক থেকে তাকে একটি মোটরসাইকেল দ্রুত গতিতে ধাক্কায় দেয়। মোটর সাইকেলের ধাক্কায় রাস্তায় ছিঁটকে পড়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে ঈশ্বরদী হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা বেগতিক দেখে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নেওয়ার পথে রাজশাহীর চারঘাট উপজেলা এলাকায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন জামরুল ইসলাম জামুর চাচাত ভাই বাদশা আলম।

এ বিষয়ে জামরুল ইসলাম জামুর ছেলে আসিফ আহমেদ বলেন, বাবার দোকানের মালামাল কেনার জন্য বাজারে যাওয়া পথে মোটর সাইকেলের ধাক্কায় মৃত্যু হয়েছে। বাবার মরদেহ বাড়িতে এনে বাঘা কেন্দ্রীয় কবরস্থানে আছর নামাজ পর দাফন করা হয়।

ঈশ্বরদী থানার পরিদর্শক(ওসি) অরবিন্দ সরকার ও ঈশ্বরদী হাওয়ের থানার পরিদর্শক( ওসি) আশিষ কুমার স্যানলাল এ বিষয়টি জানা নেই বলে জানান।