তকাল হঠাৎ আয়োজিত সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। এমন ঘটনার পর আজ তাঁকে গণভবনে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফিটনেস ফিরে পাওয়ার জন্য তামিম ইকবালকে ক্রিকেট থেকে দেড় মাসের ছুটি দিয়েছেন প্রধানমন্ত্রী। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে অবসর ভেঙে ফিরছেন তামিম।
গণভবনে তামিমের সঙ্গে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধান নাজমুল হাসান পাপনও ছিলেন। দীর্ঘ আলোচনায় তামিমকে মানসিকভাবে চাঙা হয়ে উঠতে ও চোট কাটিয়ে ফেরার জন্য দীর্ঘ বিরতি নেয়ার পরামর্শ দেয়া হয়েছে বলে জানানো হয়েছে।
এশিয়া কাপের আগেই তামিম ইকবাল দলে ফিরবেন এবং নেতৃত্ব বুঝে পাবেন বলে আপাতত জানা গেছে।