ঢাকা আরিচা মহাসড়কে ডাকাতি, ডাকাত নিহত, পুলিশ আহত আমিনুল ইসলাম, মানিকগঞ্জ ঢাকা আরিচা মহাসড়কে গাড়ি থামিয়ে ডাকাতির ঘটনায় গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। এ সময় ডাকাতের দা এর কোপে গুরুতর আহত হয়েছেন এক পুলিশ কনস্টেবল।
শনিবার দিবাগত রাত দুইটার দিকে ঢাকা- আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর থানাধীন মেঘশিমুল এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশের ইন্সিডেন্ট রিপোর্টে উল্লেখ করা হয়, রোববার (৯ জুলাই) রাত দুইটার সময় ৯৯৯ এর মাধ্যমে মানিকগঞ্জ সদর থানার দায়িত্বরত ডিউটি অফিসার এস আই শফিকুল আজম লিটন সংবাদ পান যে, মানিকগঞ্জ থানাধীন জাগীর মেঘশিমুল সাকিনস্থ ঢাকা-আরিচা মহাসড়কের মাক্স ফ্যাক্টরির সামনে পাকা রাস্তার উপর অজ্ঞাতনামা ডাকাতরা গাড়ি থামিয়ে ডাকাতি করছে। উক্ত সংবাদের বিষয়ে সত্যতা যাচাই ও আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য রাত্রীকালীন জরুরী কিলো-১১ ডিউটিতে নিয়োজিত এসআই মাহমুদুর রহমান, সঙ্গীয় কনস্টেবল রাকিব হাসান, ড্রাই কনস্টেবল কবির হোসেন তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে রওনা হন। ১৫ মিনিটের মধ্যে কিলো ডাবল ওয়ান টিমটি ঘটনাস্থলে পৌছায়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মুখে গামছা মোড়ানো ৮/১০ জনের ডাকাত সদস্য পালানোর চেষ্টায় রাস্তা দিয়ে দৌড়াতে থাকে। পুলিশ ও তাদের গ্রেপ্তারের জন্য ধাওয়া করে। একপর্যায়ে ডাকাত দলের এক সদস্য কনস্টেবল রাকিব হাসানকে ধারালো (দা) অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক যখন করে। সে মাটিতে লুটিয়ে পড়ে। পুলিশ সদস্যরা আহত কনস্টেবল কে উদ্ধার করে ড্রাই কনস্টেবলে নিকট পৌঁছে দিয়ে ডাকাতদের গ্রেপ্তারে আবারো পিছু নেয়। এ সময় পুলিশের চিৎকারে ঢাকা গামী একটি বাসের যাত্রী ও এলাকাবাসী এগিয়ে আসে। তারা ডাকাত সদস্যকে রশি দিয়ে বেঁধে বেদম মারপিট করতে থাকে। গণধোলাই এর হাত থেকে রক্ষা করতে এসআই মাহমুদুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ডাকাত সদস্যকে উদ্ধার করে দ্রুত মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরীক্ষা নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মানিকগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, নিহত ডাকাত সদস্যের নাম লাভলু (২৮)। সে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার নরজনা গ্রামের মৃত শামসুল হকের ছেলে। লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ডাকাত সদস্যদের গ্রেপ্তারে জোর পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
আহত কনস্টেবল রাকিব হাসান আশঙ্কাজনক অবস্থায় মানিকগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।