ajkertarunkantho
ঢাকারবিবার , ৯ জুলাই ২০২৩
  1. অপরাধ-দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলাম ও জীবন
  6. কৃষি সমাচার
  7. খেলাধুলা
  8. জনদুর্ভোগ
  9. জাতীয়
  10. ধর্ম ও সংস্কৃতি
  11. প্রবাস সমাচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিবপুরে দুর্বৃত্তের হাতে কলেজ ছাত্র খুন

নিউজ রুম
জুলাই ৯, ২০২৩ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর শিবপুর উপজেলায় কলেজে ফরম ফিলাপ করতে যাওয়ার পথে দুর্বৃত্তের অতর্কিত হামলায় খুন হয়েছে এক কলেজ ছাত্র। নিহত কলেজ ছাত্রের নাম নাহিদ হাসান বাবু (১৮)।

নিহত নাহিদ বাবু উপজেলার সাধারচর ইউনিয়নের তাতার কান্দি গ্রামের আসাদ মিয়ার ছেলে। নাহিদ হরিহরদী স্কুল এন্ড কলেজের ছাত্র।

জানা যায়, সকাল ১০ টার দিকে নাহিদ ফরম ফিলাপ করার উদ্যেশ্যে কলেজে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়। সে সময় কলেজে যাওয়ার পর পথে দুর্বৃত্তরা তার উপর অতর্কিত হামলা চালায়। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

নিহতের বাবা আসাদ মিয়া জানান, আমার ছেলে ফরম ফিলাপের টাকা নিয়ে কলজের যাওয়ার জন্য বের হয়। সন্ত্রাসীরা নির্মমভাবে আমার ছেলেকে খুন করেছে। এর দৃষ্টান্তমুলক শাস্তি চাই আমি। যারা আমার ছেলেকে খুন করেছে তাদের ফাসি চাই।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার জানান, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র সহ নাহিদের উপর হামলা চালায়। তার পা সহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা এই খুনের সাথে জড়িত তদন্ত চলছে। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।