ajkertarunkantho
ঢাকাসোমবার , ১০ জুলাই ২০২৩
  1. অপরাধ-দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলাম ও জীবন
  6. কৃষি সমাচার
  7. খেলাধুলা
  8. জনদুর্ভোগ
  9. জাতীয়
  10. ধর্ম ও সংস্কৃতি
  11. প্রবাস সমাচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন

বদলগাছীতে বালতির পানিতে ডুবে চার বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু

নিউজ রুম
জুলাই ১০, ২০২৩ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

মো. ফারুক হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁ জেলার বদলগাছীতে পরিবারের অসতর্কতার কারণে বালতির পানিতে পড়ে রোজা (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত রোজা বদলগাছীর উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর ইউপির কিসামত পাঁচঘড়িয়া গ্রামের আব্দুল মালেকের মেয়ে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১০ জুলাই, সোমবার সকাল আনুমানিক ১১টার দিকে বাড়ির টিউবওয়েল পাড়ে একটি বড় বালতিতে করে পানি দিয়ে মেয়েকে গোসল করতে বলে তার মা ঘরের কাজ করতে যায়।

কিছুক্ষণ পরে রোজার ভাই জুনাইদ (৮) এসে দেখতে পায় তার বোনের মাথা বালতির মধ্যে ঢুকানো। এ অবস্থা দেখে সাথে সাথে ঘরে গিয়ে মাকে ডাক দেয়। রোজার মা এসে রোজাকে বালতির মধ্যে থেকে তুলে দেখে সে মারা গেছে। চিৎকার চেঁচামেচি করে কান্না করলে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। স্থানীয় লোকজন এসে দেখে রোজা মারা গেছে। এলাকাবাসী বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) (তদন্ত) রায়হান হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যপারে পরিবারের লোকজন থানায় কোন অভিযোগ করেনি। তবে থানায় একটি অপমৃত্যুর (ইউডি মামলা) অভিযোগ হয়েছে।