সাইফুল ইসলাম, ধামরাই প্রতিনিধি:
ঢাকার ধামরাইয়ে ভাড়ারিয়া ইউনিয়নে নেতা কর্মী ও সাধারন মানুষের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করছেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. এ মালেক।
মঙ্গলবার(১১ জুলাই) বিকালে ভাড়ারিয়া স্যান্ডে এ ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন, আমেনা নূর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সিআইপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহম্মদ আল-জামান।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাড়ারিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান মো. শাহ আলম। সঞ্চালনা করেন ভাড়ারিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মানছুর রহমান।
অনুষ্ঠানের উদ্বোধক আমেনা নূর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সিআইপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহম্মদ আল-জামান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের অংশ তুলে ধরে বলেন, সিআইপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহম্মদ আল-জামান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের অংশ তুলে ধরে বলেন,দেশে যত উন্নয়ন হয়েছে -তা সবই আ’লীগের সরকারে আমলে হয়েছে। তাই দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আ’লীগ সরকার বার বার দরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করতে আগামী নির্বাচনে আপনারা নৌকা মার্কা ভোট দিন। পরিশেষে তিনি প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
আরো বক্তব্য রাখেন ধামরাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. খায়রুল ইসলাম,ধামরাই পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমান, ঢাকা জেলা পরিষদ সদস্য সানাউল হক সুজন, ধামরাই সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব, ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগের ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক তুষার আহম্মেদ শান্ত, যুবলীগ নেতা শাহিন প্রমুখ।