ajkertarunkantho
ঢাকামঙ্গলবার , ১৮ জুলাই ২০২৩
  1. অপরাধ-দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলাম ও জীবন
  6. কৃষি সমাচার
  7. খেলাধুলা
  8. জনদুর্ভোগ
  9. জাতীয়
  10. ধর্ম ও সংস্কৃতি
  11. প্রবাস সমাচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মানিকগঞ্জে কৃষক দলের পদযাত্রা

নিউজ রুম
জুলাই ১৮, ২০২৩ ৩:৩০ অপরাহ্ণ
Link Copied!

আমিনুল ইসলাম, মানিকগঞ্জ:
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদ কৃষক দল মানিকগঞ্জ জেলা শাখা।
মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ১১ টায় শহরের বেউথা এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
৯০’র স্বৈরশাসক বিরোধী গণআন্দোলনের অন্যতম ছাত্রনেতা ও জাতীয়তাবাদী কৃষক দল মানিকগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান মো. তোজাম্মেল হক তোজার নেতৃত্বে একটি বিশাল মিছিল নিয়ে শহরের বান্দুটিয়া ও বেউথা এলাকায় পদযাত্রা কর্মসূচি পালন করা হয়।
এর আগে কৃষক দল মানিকগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাসুদুর রহমানের সঞ্চালনায় এক পথ সভায় সরকারের বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতার চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন তোজাম্মেল হক।
তোজা বলেন, দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বেগম খালেদা জিয়া ও গণতন্ত্রের মুক্তি এবং শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুন:প্রতিষ্ঠার এক দফা দাবির চলমান আন্দোলন সফল করতে কৃষক দল মানিকগঞ্জ জেলার শহীদ জিয়ার সৈনিকরা যেকোনো ত্যাগ স্বীকার করে রাজপথে সক্রিয় সংগ্রামী ভূমিকা রাখতে বদ্ধপরিকর, ইনশাল্লাহ।
পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক মোহাম্মদ সেলিম বিন আরশাদ ও আবু বকর সিদ্দিক, পৌর কৃষকদলের আহবায়ক কাজী রফিক, সদস্য সচিব মোহাম্মদ সানোয়ার হোসেন, সিনিয়র যুগ্ন আহবায়ক দেওয়ান সেলিম, যুগ্ন আহবায়ক শরিফুল হক তাজু, সিদ্দিকুর রহমান, হাফিজুর রহমান টুকু, মো. আরিফ হোসেন, মো. মামুন মিয়া, রেজোওয়ান হোসেন শাওন, মো. শফিক উদ্দিন লিটন, মো. শাহ আলম চাপরাশি, মো. জাহিদ হোসেন চাপরাশি, মো. শাহাবুদ্দিন চাপরাশি, মো. জুয়েল রানা প্রমুখ।