ajkertarunkantho
ঢাকামঙ্গলবার , ১৮ জুলাই ২০২৩
  1. অপরাধ-দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলাম ও জীবন
  6. কৃষি সমাচার
  7. খেলাধুলা
  8. জনদুর্ভোগ
  9. জাতীয়
  10. ধর্ম ও সংস্কৃতি
  11. প্রবাস সমাচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পোল্যান্ডে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৫

নিউজ রুম
জুলাই ১৮, ২০২৩ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

পোল্যান্ডের রাজধানী ওয়ারশর কাছের একটি বিমানবন্দরের হ্যাঙ্গারে ছোট আকারের একটি প্লেন বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। কর্মকর্তারা মঙ্গলবার এ কথা জানিয়েছেন।

উদ্ধারকর্মীরা জানান, প্লেনটিতে তিনজন আরোহী ছিলেন। বিমানবন্দরের ঢেউতোলা লোহার হ্যাঙ্গারের নিচে ঝড়ের কবল থেকে রক্ষা পেতে ১৩ জন আশ্রয় নিয়েছিলেন। ওই সময় সেখানে আছড়ে পড়ে প্লেনটি।

ওয়ারশ পুলিশের মুখপাত্র সিলওয়েস্টার মার্কজাক বলেন, এ বিমান দুর্ঘটনায় পাঁচজন নিহত ও আরও আটজন আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। নিহতদের মধ্যে পাইলটও রয়েছেন।

এএফপি জানায়, বিমানটি ওয়ারশ থেকে ৪৭ কিলোমিটার দূরে চিরছাইনো গ্রামে অবস্থিত একটি ছোট বিমানবন্দরে অবতরণ করেছিল। স্থানটি প্যারাস্যুট জাম্প প্রশিক্ষণের জন্য পরিচিত।

স্থানীয় দমকল বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা একটি ছবিতে দেখা যাচ্ছে প্লেনের লেজের অংশ হ্যাঙ্গারে আটকে রয়েছে। মার্কজাক বলেন, এ ব্যাপারে পুলিশকে সতর্ক করা হয়েছে এবং তারা তদন্ত শুরু করবে।