ajkertarunkantho
ঢাকামঙ্গলবার , ১৮ জুলাই ২০২৩
  1. অপরাধ-দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলাম ও জীবন
  6. কৃষি সমাচার
  7. খেলাধুলা
  8. জনদুর্ভোগ
  9. জাতীয়
  10. ধর্ম ও সংস্কৃতি
  11. প্রবাস সমাচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে বৈদ্যুতিক দুর্ঘটনায় গ্রিল মিস্ত্রির মৃত্যু

নিউজ রুম
জুলাই ১৮, ২০২৩ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের কালীগঞ্জে কাজ করতে গিয়ে রুবেল মিয়া (২২) নামের এক গ্রিল মিস্ত্রির বিদ্যুৎপৃষ্টে মারা যাওয়ার সংবাদ পাওয়ার গেছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৮ জুলাই) ‌দুপুরে কালীগঞ্জ উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের আজমতপুর উত্তর পাড়া মোড়ল বাড়ি সংলগ্ন গিয়াস উদ্দিন মোড়লের ওয়ার্কশপে।

নিহত ওই গ্রিল মিস্ত্রি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার খাগুরিয়া গ্রামের মো.ধানেশ উদ্দিনের ছেলে।

নিহতের বাবা ধানেশ উদ্দিন বলেন, আমার ছেলে পাঁচ বছর যাবত আজমতপুর গিয়াস উদ্দিন মোড়লের ওয়ার্কশপে কাজ করতো। তবে কি ভাবে সে মারা গেছে তার প্রকৃত ঘটনা আমার জানা নেই। তবে গ্রীল দোকানের মালিক আমাদেরকে ফোনে জানিয়েছেন কাজ করতে গিয়ে বৈদ্যুতিক দুর্ঘটনায় সে মারা গেছে। ছেলের লাশ আনার জন্য কালীগঞ্জ থানায় যাচ্ছি।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ফায়েজুর রহমান ঘটনা স্বীকার করে বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার মশিউর রহমান খান তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে লাশ লাশ থানায় আনা হয়। এবং লাশের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হবে। এ সংক্রান্ত বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের প্রস্তুতি চলছে।