নিজস্ব প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে চোরাই গরু উদ্ধারসহ চোরচক্রের ২ সদস্যকে আটক করেছেন থানা পুলিশ। বৃহস্পতিবার(২০ জুলাই) দুপুরে সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
উপজেলার চান্দহর ইউনিয়নের ফতেপুর গ্ররামের হায়দার আলী (গরুর মালিক) জানান, গত ১৭ই জুলাই সোমবার দিবাগত রাতে যে কোন সময় একটি ষাড় গরু চুরি হয়। এরপর ১৭ই জুলাই দিনে এ বিষয়ে সিংগাইর থানায় একটি অভিযোগ করলে থানা পুলিশ তা আমলে নেন এবং অভিযান চালিয়ে চোরসহ আমার গরুটি উদ্ধার করেন ।
থানা পুলিশ সূত্রে জানা যায়, বিষয়টি অবগত হলে জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম (বার) দিক-নির্দেশনায় সিংগাইর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম এর তত্ত্বাবধানে সিংগাইর থানার এসআই আব্দুস সালাম মিয়া এর নেতৃত্বে একটি চৌকুস অভিযানিক দল ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন কলাতিয়া পুলিশ ফাঁড়ির পুলিশের সহায়তায় কলাতিয়া পুলিশ ফাঁড়ি এলাকা হইতে চুরি যাওয়া ষাড় গরু উদ্ধারসহ গরু চুরির সাথে জড়িত সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় ২ সদস্যকে আটক করেন পুলিশ।
আটককৃতরা হলেন, উপজেলার জার্মিত্তা ইউনিয়নের ডাউটিয়া এলাকার জামাল হোসেনের ছেলে বাবু(২৫) ও ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার হযরতপুর রসুলপুর এলাকার সবুজ মিয়ার ছেলে রাসেল (২৫)।
এ ব্যাপারে ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি চুরি মামলা রুজু হয়েছে। আসামীদ্বয়কে পুলিশ রিমান্ড পাওয়ার আবেদনসহ বৃহস্পতিবার বিকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।