আওয়ামিলীগের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাট জেলা আওয়ামীলীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ জুলাই) বিকেলে লালমনিরহাট জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে পড়ে শোভাযাত্রাটি শহরের মুলমুল সড়ক প্রদক্ষিণ করে শহরের প্রাণকেন্দ্র মিশনমোড় চত্বরে এসে সমাপ্ত হয়।
শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা সফল করতে দুপুর থেকেই আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমবেত হতে থাকেন জেলা দলীয় কার্যালয়ে।
এতে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন(এমপি)। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজীত রায় নন্দী ।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি সফুরা বেগম , লালমনিরহাট পৌরসভা মেয়র রেজাউল করিম স্বপন, সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবির, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান, কবি ও সাহিত্যিক ফেরদৌসী বেগম বিউটিসহ দলে উচ্চ পর্যায়ের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত কর্মসূচিতে বক্তারা বিএনপির দেশব্যাপী করা নৈরাজ্য, দূর্নীতি, জ্বালাও পোড়াও এবং আওয়ামী নেতাকর্মীদের উপর করা নানা জুলুম, অবিচারের কথা উল্লেখ করের। এ সময় বর্তমান সরকারের করা নানা উন্নয়নের কথা তুলে ধরেন এবং পূণরায় শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের জন্য নৌকায় ভোটের প্রত্যাশা করেন বক্তারা।