ajkertarunkantho
ঢাকাবৃহস্পতিবার , ২০ জুলাই ২০২৩
  1. অপরাধ-দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলাম ও জীবন
  6. কৃষি সমাচার
  7. খেলাধুলা
  8. জনদুর্ভোগ
  9. জাতীয়
  10. ধর্ম ও সংস্কৃতি
  11. প্রবাস সমাচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন

বাঘায় পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা

নিউজ রুম
জুলাই ২০, ২০২৩ ১০:২৩ অপরাহ্ণ
Link Copied!

বাঘায় আগুনে পোড়া ক্ষত নিয়ে শহিদুল ইসলাম (২৮) ও তার স্ত্রী রানী আফরোজ (২৫) হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহসপতিবার (১৯ জুলাই ) গভীর রাতে তাদের বাড়িতে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে ক্ষত হন তারা। পরে স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। এ বিষয়ে বাঘা থানায় লিখিত অভিযোগ করেছেন শহিদুল ইসলাম। ঘটনাটি ঘটেছে উপজেলার পদ্মার চরাঞ্চলের চকরাজাপুর ইউনিয়নের দাদপুর গ্রামে।

অভিযোগে সূত্রে জানা যায়, নিজ বাড়ির শয়ন কক্ষে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন তারা। আনুমানিক রাত দেড়টার দিকে তাদের ঘরে জ্বলে উঠা আগুনের তাপে ঘুম ভেঙে যায়। চিৎকার দিলে এলাকার লোকজন এসে তাদের উদ্ধার করে এবং আগুন নিয়ন্ত্রণ করে। এ সময় স্বামী-স্ত্রীর শরীরের কিছু অংশ পুড়ে যাওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

শহিদুল ইসলামের দাবি, দুর্বৃত্তরা পুড়িয়ে মারার উদ্দেশ্য তার শয়ন কক্ষের পেছনে আগুন জ্বালিয়ে দিয়ে পালিয়ে গেছে। তাদের ফেলে যাওয়া বোতলে পেট্রেলের গন্ধ পেয়ে নিশ্চিত হয়েছেন। পেট্রোল ছিটানোর পর আগুন জ্বালিয়ে দিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।

সাবেক চেয়ারম্যান আজিজুল আযম বলেন, খবর পেয়ে রাতেই শহিদুল ইসলামের বাড়িতে যাই। বাড়ির বাহিরে পড়ে থাকা বোতলে পেট্রোলের গন্ধ পেয়েছেন। তাদের হত্যার উদ্দেশ্য কাজটি করা হতে পারে বলে ধারণা । তবে কারা এমন কাজ করতে পারে বলে নিশ্চিত হতে পারছিনা।

বাঘা থানার পরিদর্শক (তদন্ত)আব্দুল করিম বলেন, শহিদুল ইসলামের লিখিত অভিযোগ পেয়েছি। কারা এর সাথে জড়িত,সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।