যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে থাকা বিশাল এলাকা জুড়ে বিস্তৃত মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের অফিসটিই ছিল এতদিন ধরে বিশ্বের সবচেয়ে বড় অফিস। তবে এবার বড় অফিসের তালিকার শীর্ষে ওঠে আসছে ভারতের একটি অফিস। সুরাত ডায়মন্ড বুর্স নামের এই অফিসটির অবস্থান গুজরাটের সুরাটে।
ভারতীয় গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ১৫ তলা বিশিষ্ট সুরাট ডায়মন্ড বুর্সের অবস্থান ৩৫ একর এলাকা জুড়ে। পেন্টাগনে কাজের জায়গা যেখানে ছয় লাখ ২০ হাজার বর্গমিটার। সেখানে সুরাটের ওই অফিসে থাকছে আরও ৪০ হাজার বর্গমিটার বেশি জায়গা অর্থাৎ ছয় লাখ ৬০ হাজার বর্গমিটার। পেন্টাগনে ২৬ হাজার কর্মী কাজ করতে পারেন। সুরাটে সে সুযোগটা পাবেন ৬৫ হাজার কর্মী।
নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, অফিস ভবনটি তৈরি করতে খরচ হয়েছে ৩২ হাজার কোটি রুপি। ১৫ তলার বহুতলে কর্মীদের যাতায়াতের সুবিধার জন্য রয়েছে মোট ১৩১টি লিফট। অফিসটি ঠাণ্ডা রাখার জন্য প্রাকৃতিক উপায়ে বায়ু চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে। এতে কাজে লাগানো হয়েছে সৌরশক্তিকেও। ২৬৮ মিটার উঁচু সুরাত ডায়মন্ড বুর্স চলতি বছরের মধ্যেই আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে।
১৫ তলা উঁচু এই বিশাল অফিসে রয়েছে ৯টি পৃথক পৃথক ভবন। ভবনগুলোর মাঝখান দিয়ে আছে মেরুদণ্ডের মতো একটি করিডোর। মার্বেল পাথরের মেঝে ও আলোভর্তি করিডোরের সাহায্যে যুক্ত হয়েছে মোট চার হাজার ৭০০টি অফিস।
উল্লেখ্য, সুরাট হিরার ব্যবসার জন্য অনেকদিন ধরেই বিখ্যাত। বিশ্বের ৯০ শতাংশ হিরাই কাটা হয় সুরাটে। এতদিন এই ব্যবসা বিক্ষিপ্তভাবে চললেও এখন হিরা কাটা, পালিশ করা থেকে শুরু করে বাণিজ্যিক লেনদেন, সব কাজই হবে এই কমপ্লেক্সে। আগামী নভেম্বরে এটি খুলে দেওয়া হতে পারে।
খবর হিন্দুস্তানটাইমস।