ajkertarunkantho
ঢাকারবিবার , ২৩ জুলাই ২০২৩
  1. অপরাধ-দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলাম ও জীবন
  6. কৃষি সমাচার
  7. খেলাধুলা
  8. জনদুর্ভোগ
  9. জাতীয়
  10. ধর্ম ও সংস্কৃতি
  11. প্রবাস সমাচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন

জাতীয় পাবলিক সার্ভিস দিবসে সিঙ্গাইরে র‍্যালি ও আলোচনা সভা

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
জুলাই ২৩, ২০২৩ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

“সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন” এই প্রতিপাদ্যকে সামানে রেখে মানিকগঞ্জের সিঙ্গাইরে পাবলিক সার্ভিস দিবস ২০২৩ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে রবিবার (২৩ জুলাই) সকাল নয়টা ৩০মিনিটে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

এ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল কাইয়ুম খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দা তাসনুভা মারিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, সমবায় অফিসার মো. জহিরুল ইসলাম ও পরিবার পরিকল্পনা অফিসার শাহিনুজ্জামান শিশির প্রমুখ।

এসময় উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সাদিয়া রহমান, সহকারি পল্লী উন্নয়ন অফিসার মো. আক্কাছ আলী ও জুনিয়র পল্লী উন্নয়ন অফিসার নাসির উদ্দিনসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।