স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা মহামারীর সময় ৫০ হাজার কোটি টাকা মূল্যের ৩৫ কোটি ভ্যাকসিন দেশের মানুষকে বিনামূল্যে দিয়েছেন। জনদরদী শেখ হাসিনার দূরদর্শিতা ও সময়োপযোগী পদক্ষেপে করোনা মোকাবেলায় গোটা বিশ্বে পঞ্চম ও এশিয়ার প্রথম স্থান অধিকার করেছে বর্তমান সরকার। স্বাস্থ্য খাত বিশেষ করে করোনা মোকাবেলায় ভুয়সী প্রশংসিত হয়েছেন দেশে-বিদেশে।
সরকারের সঠিক সিদ্ধান্তের কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক গৃহীত পদক্ষেপে দেশের মানুষ মহামারী থেকে রক্ষা পেয়েছেন। এই কর্মসূচি এখনোও অব্যাহত রয়েছে।
তিনি বলেন, করোনায় বিশ্বে ৭০ লক্ষ মানুষ মারা গেছে আক্রান্ত হয়েছে ৭০ কোটি মানুষ। অথচ শেখ হাসিনার নির্দেশে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কার্যকরী পদক্ষেপের কারণে বাংলাদেশের মানুষ রক্ষা পেয়েছেন। তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে করোনা মোকাবেলায় ২০ হাজার বেড, ৮শ’ ল্যাব, দশ হাজার ডাক্তার ও ১৫ হাজার নার্স তাৎক্ষণিক নিয়োগ দিয়েছেন। দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করে দেশবাসীকে রক্ষা করেছেন।
রোববার (২৩ জুলাই) বিকেল ৫ টায় জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত স্বাস্থ্যমন্ত্রীর গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।স্বাস্থ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকার মানিকগঞ্জ সহ দেশের সার্বিক চিত্র পাল্টে দিয়েছে। পদ্মা সেতু মেট্রোরেলসহ মেগা প্রকল্প বাস্তবায়ন করে দেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করেছে। অপরদিকে বিএনপি জামাত সরকার এ দেশকে দেউলিয়ায় পরিণত করেছে। তাদের জ্বালাওপোড়াও কাহিনী দেশবাসী এখনো ভুলে যায়নি।
নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বিএনপি-জামাতের উদ্দেশ্যে তিনি বলেন, আসুন নির্বাচনে লড়াই করি। জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বলে দিবে কার জনপ্রিয়তা কত?
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় এনে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক।
জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নয় চিত্র তুলে ধরেন মানিকগঞ্জ এক আসনের সংসদ সদস্য আলহাজ্ব এম নাঈমুর রহমান দুর্জয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সালাম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবিএম হেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ফটো, বীর মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম ও মেয়র মো: রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম সুলতানুল আজম খান আপেল ও অ্যাডভোকেট বদরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফছার উদ্দিন সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি আরশেদ আলী বিশ্বাস ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ন আহবায় মাহবুবুর রহমান জনি, সদস্য মঞ্জুর ইসলাম, যুবলীগ নেতা ওমর ফারুক, পৌর যুবলীগ নেতা শুভ হক, আওয়ামী যুব মহিলা লীগের আহ্বায়ক মাহিন খান, শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিক খান তুষার ও সাধারণ সম্পাদক আবুল বাশার, জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাত কোরাইশী সুমন ও সাধারণ সম্পাদক রাজেদুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
সন্ধ্যায় মনেজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশবরণ্য শিল্পী সিদ্দিকুর রহমান ও লুইফা সংগীত পরিবেশন করেন।