ajkertarunkantho
ঢাকাবৃহস্পতিবার , ২৭ জুলাই ২০২৩
  1. অপরাধ-দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলাম ও জীবন
  6. কৃষি সমাচার
  7. খেলাধুলা
  8. জনদুর্ভোগ
  9. জাতীয়
  10. ধর্ম ও সংস্কৃতি
  11. প্রবাস সমাচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরাইলে বীর মুক্তিযোদ্ধোদর সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট দিলেন ইঞ্জিনিয়ার আবু শামীম

নিউজ রুম
জুলাই ২৭, ২০২৩ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠন বঙ্গবন্ধু’র একনিষ্ঠ কর্মী ও ঘনিষ্ঠ সহচর প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের মোহাম্মদ আলী বিল্লাল সাহেবের কনিষ্ঠপুত্র ইঞ্জিনিয়ার আবু শামীম মোহাম্মদ পিয়ার পলাশ কর্তৃক বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রধান অনুষ্ঠিত হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা জনাব মো. ইসমত আলীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সর্ব প্রথম পবিত্র কোরআন তেলওয়াত গিতা পাঠের মধ্যে দিয়ে সভার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাহাবুবুল বারী চৌধুরী মন্টু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবদুর রাশেদ, বীর মুক্তিযোদ্ধা মোঃআনোয়ার হোসেন , মেজবাহ উদ্দিন মোহন, হাজী সেলিম খন্দকার প্রতিষ্টাতা সেলিম খন্দকার ফাউন্ডেশন জনাব মাহ্ফুজ আলী বিশিষ্ট আওয়ামী লীগ নেতা,এবং প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ কানিজ ফাতেমা স্মৃতি ভারপ্রাপ্ত সভাপতি ও দাতা সদস্য মানবিক সরাইল জে. বি সহ ৩৭জন মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বলেন আমরা অনেক আনন্দিত খুশি কেননা সরাইল উপজেলার ৩৭টি জন্য বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা সম্মাননা ই‌ঞ্জি‌নিয়ার আবু শামীম মোহাম্মদ পিয়ার (পলাশ) কর্তৃক প্রধান করায় ধন্যবাদ জানিয়েছেন উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

মুক্তিযুদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে আবু শামীম মোহাম্মদ পিয়ার পলাশেরর নিজ বাড়ি কালিকচ্ছে বাবা মরহুম বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বিল্লাল সাহেবের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে পবিত্র কোরআন তেলওয়াত মিলাদ দোয়া অনুষ্ঠিত হয়েছে এতে কয়েকশত মানুষের খাবারের ব্যাবস্থা করেছে আবু শামীম মোহাম্মদ পিয়ার পলাশ।

সাংবাদিকদের প্রশ্নের উত্তর পলাশ বলেন মু‌ক্তিযু‌দ্ধের অন‌্যতম সংগঠক, বঙ্গবন্ধুর এ‌ক‌নিষ্ঠ সহচর ও ঘনিষ্ঠ কর্মী, বীর মু‌ক্তি‌যোদ্ধা মরহুম আবুল খা‌য়ের মোহাম্মদ আলী বিল্লাল সা‌হে‌বের সন্তান আমি ১৯৯৩ সা‌লে সরাইল শাখা ছাত্রলী‌গের সহ সাধারন সম্পাদক, ১৯৯৬ সা‌লে নোয়াখালী সরকারী ক‌লেজ রাষ্ট বিজ্ঞান বিভাগ ছাত্রলী‌গের সভাপ‌তি, বর্তমানে বাংলা‌দেশ আওয়ামী যুবলীগ জাপান শাখার সি‌লেকশনকৃত প্রতিষ্ঠাতা সভাপ‌তি, মান‌বিক সরাইল জে.বি. এর প্রতিষ্ঠাতা ও সভাপ‌তি। জনাব আবু শামীম মোহাম্মদ পিয়ার (পলাশ) বি‌ভিন্ন সামা‌জিক কর্মকা‌ন্ডে উৎসাহী হয়ে আজ সরাইলে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট দিয়েছি যা স্বাধীনতার ৫২বছরে কোন সংগঠন দেই নি।

জনাব আবু শামীম মোহাম্মদ পিয়ার পলাশ বলেন উন্নয়‌নের স্বা‌র্থে আগামী জাতীয় সংসদ নির্বাচ‌নে ব্রাহ্মণবা‌ড়িয়া-২সরাইল আশুগঞ্জ জনগণের দাবীর প‌্রতি সন্মান প্রদর্শন ক‌রে ব‌লেন, বঙ্গবন্ধু কন‌্যা উন্নয়‌নের অগ্রদূৎ মাননীয় প্রধানমন্ত্রী শেখ
হাসিনা সরকারে উন্নয়ন বজায় রাখতে নৌকার বিকল্প নেই তাই আমি নমিনেশন ফেলে ও নির্বাচিত হলে

সরাইলের বেকার সমস‌্যা দূরীকর‌নের জন‌্য বি‌দেশী বি‌নি‌য়ো‌গের মাধ‌্যমে শিল্প প্রতিষ্ঠান স্থাপন ক‌রে বেকার সমস‌্যা সমাধান করবো ইনশাআল্লাহ

সরাইল‌কে বিশ্বমা‌নের এক‌টি উন্নত নগরী গ‌ড়ে সরাই‌লের পুরাতন ঐ‌তিয‌্য ফি‌রি‌য়ে আনা সরাইল-আশুগ‌ঞ্জের অসহায় সহায় সম্বলহীন, প্রতিবন্ধী, এ‌তিম‌দের স্বাবলম্বী হওয়ার জন‌্য প্রয়োজনীয় ব‌্যবস্থা গ্রহন করা।

সামা‌জিক উন্নয়‌নের ল‌ক্ষ্যে রাস্তা-ঘাট, মস‌জিদ মাদ্রাসা, স্কুল ক‌লে‌জের শিক্ষার মান উন্নয়‌নের প্রয়োজনীয় ব‌্যবস্থা গ্রহন করা।

মোহাম্মদ নুর নবী সঞ্চালনায় সংবর্ধনা সম্মাননা ক্রেস্ট অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।