ajkertarunkantho
ঢাকাশুক্রবার , ৪ আগস্ট ২০২৩
  1. অপরাধ-দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলাম ও জীবন
  6. কৃষি সমাচার
  7. খেলাধুলা
  8. জনদুর্ভোগ
  9. জাতীয়
  10. ধর্ম ও সংস্কৃতি
  11. প্রবাস সমাচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন

সাটুরিয়ায় পশুর উপর পাশবিকতা

নিউজ রুম
আগস্ট ৪, ২০২৩ ৯:১০ পূর্বাহ্ণ
Link Copied!

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি:
জমিজমা নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিবেশীর  আড়াই মাসের গো-বাছুরকে ধাড়ালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে এক পরিবার। ঘটনাটি ঘটেছে বিগত দুই সপ্তাহ আগে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া  উপজেলায় বরাইদ ইউনিয়নের পাতিলাপাড়া গ্রামে।
বিষয়টি নিয়ে বরাইদ ইউনিয়ন পরিষদে লিখিত  অভিযোগ দিয়েছে বাছুরটির মালিক  উত্তর পাতিলাপাড়া এলাকার জয়নাল আবেদীন জনা (৫৫)।
অভিযোগে তিনি উল্লেখ করেছেন, রকিব হোসেন (২০) এবং তার বাবা  আবুল হোসেন (৫০) পাতিলাপাড়া গ্রামেরই দক্ষিণ হংসা বসবাস করেন, জমি জমা নিয়ে আমাদের সাথে বিভিন্নভাবে কিছুটা মতের ভিন্নতা ও দ্বন্দ্ব রয়েছে, সে কারণে আবুল হোসেন প্রায়ই আমাদের পরিবারকে জুলুম অত্যাচার করে থাকে, তারই ধারাবাহিকতায় তার বেগুন খেতের পাশ দিয়ে হেটে যাওয়ার সময় বাছুরটিকে  ধারালো কোন দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়েছে, বাধ্য হয়ে আমি বাছুর টি নিয়ে সাটুরিয়া উপজেলা পশু সম্পদ হাসপাতালে চিকিৎসা করাই, আমার লাখ টাকার কষ্টের লালন পালন করা বাছুরটি এখনো পরিপূর্ণ সুস্থ নয়, ওরা আমার পশুর গায়ে আক্রমণ না করে আমাকে আক্রমণ করলেও এতটা মানসিক কষ্ট পেতাম না। সমাজের অনেককে বিষয়টি জানিয়ে ও কোন বিচার পাইনি, ইউনিয়ন পরিষদের অভিযোগ দিলাম আশা করি সুবিচার পাবো। অভিযোগের বিষয়ে  আবুল হোসেনের বক্তব্যের জন্য তার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি।
এসব বিষয়ে বরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হাই বলেন, পরিষদের সাপ্তাহিক দিন আগামী বুধবার বিষয়টি মীমাংসা করা হবে।