সৌখিন মানুষ বিভিন্ন সাইজের টবের মধ্যে ফল গাছ কিনতে পছন্দ করে বেশি, শিশু-কিশোর এবং শিক্ষার্থীরা প্যাকেট জাত কিংবা ছোট আকারের টবের মধ্যে ফুল গাছ কিনতে পছন্দ করে বেশি।
আবার কেহ কেহ বড় বড় বাগান করার উদ্দেশ্যে কাঠের চারার অর্ডার দিচ্ছে। আবার বিপুল সংখ্যক দর্শক আছেন যারা কেনাকাটা না করলেও গাছের কাছাকাছি থাকতে ভালোবাসে।
মেলায় অংশগ্রহণকারী উল্লেখযোগ্য স্টলগুলো হলো বন বিভাগ, বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন, ব্র্যাক নার্সারি , মুসলিম নার্সারি, সজীব নার্সারি, বিথী আলামিন নার্সারি, এমডিপিওডি নার্সারি, মহানন্দা নার্সারি।
সব মিলিয়ে বৈশ্বিক কৃষি জলবায়ু অনুকূল রাখার জন্য গাছের বিকল্প নেই, বিষয়টি করোনা মহামারী পরবর্তী বিগত কয়েকটি বছর চরম উষ্ণতা এবং অনাবৃষ্টির ফলে সরকারি বেসরকারি নানা উদ্যোগ মানুষকে সচেতন করে তুলছে বিধায় বৃক্ষ রোপনের আগ্রহ পরিলক্ষিত হচ্ছে।