ajkertarunkantho
ঢাকাশুক্রবার , ৪ আগস্ট ২০২৩
  1. অপরাধ-দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলাম ও জীবন
  6. কৃষি সমাচার
  7. খেলাধুলা
  8. জনদুর্ভোগ
  9. জাতীয়
  10. ধর্ম ও সংস্কৃতি
  11. প্রবাস সমাচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন

মানিকগঞ্জে জমজমাট বৃক্ষ মেলা ও রোপণ অভিযান

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ:
আগস্ট ৪, ২০২৩ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জে দারুণ জমে উঠেছে বৃক্ষ মেলা, সরকারি বেসরকারি নানা উদ্যোগে চলছে বৃক্ষরোপণ  অভিযান। জেলা প্রশাসন ও বন বিভাগের  আয়োজনে ২৯ জুলাই শনিবার থেকে মানিকগঞ্জ শহরের  বালক উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হওয়া বৃক্ষ মেলাটি  এক সপ্তাহ  স্থায়ী হওয়ার কথা থাকলেও ক্রেতা বিক্রেতা এবং দর্শনার্থীদের আগ্রহের কারণে সময় বাড়ানোর জন্য স্টল মালিকদের পক্ষ থেকে দাবি তৈরি হয়েছে।
প্রতিদিন বেলা বাড়ার সাথে সাথে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন বয়সী বৃক্ষ প্রেমী মানুষ এখানে ফলজ, বনজ, ভেষজ চারা কিংবা বনসাই টাইপের গাছ কিনতে আসছে, এছাড়া বিভিন্ন সুগন্ধি ফুল ও কাঁচামরিচ সহ সবজির চারাও  বিক্রি হচ্ছে, এ বছর মানিকগঞ্জ সহ সারা দেশে কাঁচা মরিচের দাম অত্যধিক হওয়ায়  বাসা বাড়ি কিংবা ছাদে  কাঁচা মরিচের চারা রোপনের প্রতি বেশ আগ্রহ দেখাচ্ছে সাধারণ ক্রেতারা  ফলে সরবরাহ ও বিক্রয় একেবারে মন্দ নয়।
সৌখিন মানুষ বিভিন্ন সাইজের টবের মধ্যে ফল গাছ কিনতে পছন্দ করে বেশি, শিশু-কিশোর এবং শিক্ষার্থীরা প্যাকেট জাত কিংবা ছোট আকারের টবের মধ্যে ফুল গাছ কিনতে পছন্দ করে বেশি।
আবার কেহ কেহ বড় বড় বাগান করার উদ্দেশ্যে কাঠের চারার অর্ডার দিচ্ছে। আবার বিপুল সংখ্যক দর্শক আছেন যারা কেনাকাটা না করলেও গাছের কাছাকাছি থাকতে ভালোবাসে।
মেলায় অংশগ্রহণকারী উল্লেখযোগ্য  স্টলগুলো হলো  বন বিভাগ, বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন, ব্র্যাক নার্সারি , মুসলিম নার্সারি, সজীব নার্সারি, বিথী আলামিন নার্সারি, এমডিপিওডি নার্সারি, মহানন্দা নার্সারি।
সব মিলিয়ে বৈশ্বিক কৃষি জলবায়ু অনুকূল রাখার জন্য গাছের বিকল্প নেই, বিষয়টি করোনা মহামারী  পরবর্তী বিগত কয়েকটি বছর চরম উষ্ণতা এবং অনাবৃষ্টির ফলে সরকারি বেসরকারি নানা উদ্যোগ মানুষকে সচেতন করে তুলছে বিধায়  বৃক্ষ রোপনের আগ্রহ পরিলক্ষিত হচ্ছে।