ajkertarunkantho
ঢাকাবুধবার , ৯ আগস্ট ২০২৩
  1. অপরাধ-দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলাম ও জীবন
  6. কৃষি সমাচার
  7. খেলাধুলা
  8. জনদুর্ভোগ
  9. জাতীয়
  10. ধর্ম ও সংস্কৃতি
  11. প্রবাস সমাচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন

জগন্নাথপুর মডেল মসজিদের সিঁড়িতে নারী শিক্ষার্থীর ফটোসেশন, মুসল্লিদের ক্ষোভ

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
আগস্ট ৯, ২০২৩ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

জগন্নাথপুর মডেল মসজিদের সিড়িতে নারী শিক্ষার্থীরা ফটোসেশন করায় মুসল্লিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বুধবার (৯ আগষ্ট) সিলেটের শেইফ অফ টমরো এডুকেশন নামের একটি ইংলিশ প্রতিষ্ঠানের উদ্যোগে ইংলিশ পড়োয়া শিক্ষার্থীদের নিয়ে জগন্নাথপুর মডেল মসজিদ হলরুমে সেমিনার অনুষ্ঠিত হয়।

সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ সেমিনার অনুষ্ঠিত হয়। ঐদিন জোহরের নামাজের পর পরেই সেমিনারে আসা নারী শিক্ষার্থীরা মসজিদের সিঁড়িতে ফটোসেশন ও সেলফি তোলার কারণে নামাজে আসা মুসল্লিদের মধ্যে ক্ষোভের সৃষ্ঠি হয়েছে।

নামাজে আসা মুসল্লিরা জানান, মসজিদের হল রুম ভাড়া দিলে মসজিদের পবিত্রতা রক্ষা ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা কর্তৃপক্ষের দায়িত্ব। এভাবে মসজিদের পবিত্রতা রক্ষার বেগাত ঘটনায় আমরা মর্মাহত।

এ ব্যাপারে মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা জুবায়ের আহমদ জানান, এভাবে মসজিদের সিঁড়িতে ফটোসেশন করা সঠিক হয়নি।

ইসলামিক ফাউন্ডেশন জগন্নাথপুর উপজেলার সুপার ভাইজার আব্দুল কাইয়ুম জানান, মসজিদের হলরুম ভাড়া দেয়ার বিষয়টি আমার জানা নেই। মসজিদের সিঁড়িতে ফটোসেশন করার বিষয়টি খোঁজ নিয়ে দেখব।