আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক শিল্পপতি দেওয়ান জাহিদ আহমেদ টুলু বলেছেন, ধর্মকর্ম ও রাজনীতি এক সাথে চলেনা। আমি ভোটের জন্য মসজিদ-মাদ্রাসায় দান-অনুদান করি না। নমিনেশন পাই বা না পাই, এমপি হই বা না হই, আজীবন এলাকার মানুষের সেবা করব। যদিও রাতেও কারও বিপদ-আপদে আমাকে ডাকে, আমি আসবো। ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার (৯ আগষ্ট) সন্ধায় উপজেলার জামির্তা ইউনিয়নের পানিশাইল এলাকায় এক আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, রাজনীতিতে আমার প্রতিপক্ষ যারা আছেন তারা মিথ্যাকে পাপ মনে করে না। কিন্তু আমি মিথ্যাকে পাপ মনে করি। তাই আমি মিথ্যা আশ্বাস দিয়ে জনগণের সাথে প্রতারণা করতে পারবোনা।
তিনি বলেন, আমার প্রতিপক্ষ অনেক নেতা বক্তব্য দেন আমি নাকি সব চেয়ারম্যানদের টাকা দিয়ে কিনে নিয়েছি। আপনারা আর যাই বলেন চরিত্র হরণের বক্তব্য দিয়েন না। এটা আবার কেমন রাজনীতি? একজন মানুষের চরিত্র হরণের অধিকার তো কাউকে দেওয়া হয়নি।
জামির্তা ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মাজেদ খান, বায়রা ইউপি চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সায়েদুল ইসলাম, জয়মন্টপ ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন. ধল্লা ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভূইঁয়া, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান শারমিন আক্তার, জেলা পরিষদ সদস্য তমিজ উদ্দিন ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন।
আওয়ামী লীগ নেতা শাহজাহান সাজু ও আমজাদ হোসেনের সঞ্চালনায় সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে পৌর কাউন্সিলর কামাল হোসেন, সাবেক কাউন্সিলর মীর কায়সার আহমেদ, যুবলীগ নেতা মাসুদ, ইউপি সদস্য আব্দুল কুদ্দুস ও পারভীন আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।
পরে ১৫ আগষ্ট নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এসময় পৌর কাউন্সিলর সমেজ উদ্দিন, সামসুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক ফয়জুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নানা শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
শিল্পপতি দেওয়ান জাহিদ আহমেদ টুলু জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক, এক্সিস নীটওয়ার্স ও এক্সিস নিটিং এন্ড প্রিন্টিং লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক। তার বাড়ি সিঙ্গাইর উপজেলার বাইমাইল গ্রামে। তিনি আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে নৌকার মনোয়ন প্রত্যাশি। তার স্বপ্ন হানাহানি, ঘুষ-দুর্ণীতি ও মাদকমুক্ত সুখী-সুন্দর সমাজ গড়ার। এই লক্ষ্যে দীর্ঘদিন ধরে তিনি দক্ষিন মানিকগঞ্জ তথা পুরো জেলার শিক্ষা, সামাজিক-সাংস্কৃতিক. ধর্মীয় প্রতিষ্ঠানে দান-অনুদান ও সমাজের অবহেলিত জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে নিরলস ভাবে কাজ করছেন।