ajkertarunkantho
ঢাকারবিবার , ২০ আগস্ট ২০২৩
  1. অপরাধ-দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলাম ও জীবন
  6. কৃষি সমাচার
  7. খেলাধুলা
  8. জনদুর্ভোগ
  9. জাতীয়
  10. ধর্ম ও সংস্কৃতি
  11. প্রবাস সমাচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন

সাটুরিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে বহুমুখী অভিযোগ

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি:
আগস্ট ২০, ২০২৩ ১২:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় দিঘুলিয়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য মো. মামুন হোসেনের বিরুদ্ধে সরকারি বেসরকারি বিভিন্ন কাজে গুরুতর অনিয়মের অভিযোগে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়, সাটুরিয়া ও পার্শ্ববর্তী নগরপুর থানাসহ প্রেসক্লাবে নানারকম বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।

অভিযোগকারীদের মধ্যে অন্যতম সাটুরিয়া উপজেলা আওয়ামীলীগের সদ্য ঘোষিত কমিটির সহ-সভাপতি অব: প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা এস এম আওলাদ হোসেন অভিযোগ করে বলেন, দিঘুলিয়াস্থ সূর্য সবুজ সংঘের খেলার মাঠ সংস্কারসহ স্থানীয়দের চলাচলের জন্য মাঠের পশ্চিম পাশ দিয়ে একটি রাস্তা নির্মাণের লক্ষ্যে ৮৫ হাজার টাকার প্রজেক্ট পাস হয়, যেখানে মামুন মেম্বারকে সভাপতি এবং আমাকে সেক্রেটারি করা হয়, কিন্তু মামুন অন্যান্য সদস্য সহ আমার সাথে কোন সমন্বয় করেনি, মাত্র ৮/১০ গাড়ি বালু ফেলেই কাজ বন্ধ করে দিয়েছে তাও এক বছর আগে, যার বিলও ঠিকমত পরিশোধ করে নি অথচ প্রজেক্টের সিংহভাগ অর্থ উত্তোলন করেছে মামুন, সম্পূর্ণ কাজ না করেই অবশিষ্ট টাকা উত্তোলনের জন্য আমার স্বাক্ষর চাইলে আমি তা দেইনি বিধায় লোকমারফত আমাকে প্রশাসনিকভাবে হয়রানি করবে বলে হুমকি পর্যন্ত দেয়।

চাচিতারা গ্রামের হতদরিদ্র আলেক চাঁন (৬০) মানিকগঞ্জ জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগে বলেন,, মামুন হোসেন মেম্বার আমার নিকট হতে চার বছর আগে নিজেকে পল্লী বিদ্যুতের অফিসার পরিচয় দিয়ে ২৮ হাজার ৩০০ টাকা নিয়েছিল সেচের মিটার দেবে বলে, আজ পর্যন্ত সেচের মিটার দিতে পারেনি, আমার টাকাও ফেরত দেয়নি, টাকা ফেরত চাইলে উল্টো ভয় ভীতি দেখাচ্ছে।

দিঘুলিয়া ইউনিয়ন গ্রামপুলিশের দফাদার মোঃ নুরুল হক সাটুরিয়া থানায় অভিযোগ করেছে, দিঘলিয়া গ্রামের জনৈক আব্দুস সামাদের তিনটি গাছ ২০ হাজার টাকা দিয়ে নুরুল হক ক্রয় করে, কিন্তু প্রভাব বিস্তার করে মামুন মেম্বার সেগুলো নিজে কেটে নিয়ে যায়,, যার প্রতিবাদ করলে মামুন মেম্বার নুরুল হক দফাদারকে খুন যখমের হুমকি দেয়, এই অভিযোগের বিষয়টি তদন্ত শেষে মানিকগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ব দিঘলিয়া গ্রামের মৃত ইনসান আলীর পুত্র মোহাম্মদ চাঁদ মিয়া (৫৮) নাগরপুর থানায় অভিযোগ করেছে পাকুটিয়া ইউনিয়নের হাড়াইপাড়া গ্রামের একটি কাঁচা সড়কের পাশে চাঁদ মিয়ার জমিতে রোপিত উন্নত প্রজাতির ১৫ টি সুপারি গাছ মামুন মেম্বার হিংসার বশবর্তী হয়ে রাস্তার সংস্কারের নামে কেটে ফেলেছে যাহার বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা, যেই সুপারি গাছগুলো থেকে চান মিয়া প্রতিবছর ২০ হাজার টাকার সুপারি গাছ বিক্রি করে সংসার খরচ পরিচালনা করেন।

দিঘুলিয়া গ্রামেরই মহিলা চৌকিদারের পুত্র মোহাম্মদ সুজন রানা (৩৫) কয়েক মাস পূর্বে মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে একজন পুলিশ সদস্যের অর্থদাবীর বিষয়ে অভিযোগ করে, সুজনের অভিযোগ মামুন মেম্বার আমার প্রতি শত্রুতা বসত পুলিশ সদস্যকে দিয়ে কোন ওয়ারেন্ট তো দূরে আমার নামে মামলা কিংবা জিডি নেই তারপরেও আমাকে আটক করে অর্থ দাবি করায়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, মামুন মেম্বারের বিরুদ্ধে সরকারি ভাতা বিতরণে অনিয়মসহ নানাভাবে বিচার সালিশের নামে স্থানীয় জনগণকে চাপে রাখার অনেক অভিযোগ রয়েছে।

অভিযোগগুলোর বিষয়ে মামুন মেম্বারের নিকট জানতে চাইলে স্থানীয় প্রভাবশালী একটি মহল ষড়যন্ত্র মূলক ভাবে তার ওপর অসত্য অভিযোগ দায়ের করছে বলে মন্তব্য করেন।

এসব বিষয়ে দিঘুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শফিউল আলম জুয়েল জানান, উত্থাপিত অভিযোগগুলো আমরা নিষ্পত্তি করছি।