প্রতারণা মামলায় গ্রেফতার হলেন রায়পুরা উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী আব্দুল মোমেন মিয়া। বৃহস্পতিবার (২৪ আগষ্ট) বিকেলে একটি চেক প্রতারণা মামলায় তাকে গ্রেফতার করে নরসিংদী মডেল থানা পুলিশ।
মডেল থানা ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছর কামাল হোসেন নামের একজন বাদী হয়ে ভাইস চেয়ারম্যান আব্দুল মোমেন মিয়ার বিরুদ্ধে ৩০ লাখ টাকার একটি চেক প্রতারণার মামলা করেন। ওই মামলায় নরসিংদী দায়রা জজ (১ম আদালত) গত বছরের ১৭ সেপ্টেম্বর তাকে দোষী সাব্যস্ত করে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ লাখ টাকা জরিমানা করেন। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন।
আরও জানা যায় ভাইস চেয়ারম্যান আব্দুল মোমেন ইটভাটা ব্যবসায়ী। কামাল হোসেন তার ইটভাটায় নিয়মিত কয়লা দিতেন। ওই কয়লার টাকা পরিশোধ করতে গিয়ে তিনি চেক প্রতারণা করেন।
এ বিষয়ে নরসিংদী মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ আবুল কাশেম ভূঁইয়া বলেন, তার (আব্দুল মোমেন) বিরুদ্ধে চেক প্রতারণার মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তাকে তথ্যপ্রযুক্তির সহায়তায় শহরের রেলস্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।