মানিকগঞ্জ-২ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহম্মেদ টুলু বলেছেন, যে মানুষটার জন্ম না হলে আমরা স্বাধীন একটি দেশ পেতাম না। ১৯৭৫ সালের ১৫ আগষ্টে সেই বঙ্গবন্ধুকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করে ঘাতকরা। আল্লাহ পাকের অশেষ রহমতে সেদিন শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহেনা বিদেশ থাকায় প্রাণে বেঁচে যায়। গত শুক্রবার(২৫ আগষ্ট) সন্ধ্যায় মানিকগঞ্জের সিঙ্গাইরের তালেবপুরে জাতীয় শোক দিবস ও ২১ আগষ্টে গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টুলু বলেন, শেখ হাসিনা যখন দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন আবার সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে ২১শে আগষ্টে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়। সেদিন সেই গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ ২৪ জন নেতা-কর্মি নিহত হন। যারা স্বাধীনতাকে বিশ্বাস করে না, তারাই ২১ আগষ্টে গ্রেনেড হামলা চালায়।
তালেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জাহিদুল হক খান জাহিদের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল কাদেরের সঞ্চালনায় শোক সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মাজেদ খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি(ইউপি চেয়ারম্যান)মোঃ রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সায়েদুল ইসলাম,ইউপি চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠু, ইঞ্জি. শাহাদাৎ হোসেন, আবুল হোসেন মোল্লা, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি তমিজ উদ্দিন,সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মনি,প্যানেল মেয়র সমেজ উদ্দিন, কাউন্সিলর গিয়াস উদ্দিন,সামসুল হোসেন,কামাল হোসেন প্রমুখ।