নরসিংদীর শিবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিনিয়া জান্নাতকে বদলি করা হয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে। অন্যদিকে উপজেলা নির্বাহী অফিসারের বদলির সংবাদ পেয়ে শিবপুরে মিষ্টি বিতরণ করে এলাকাবাসী।
সোমবার (২৮ আগস্ট) রাতে শিবপুরের উপজেলা নির্বাহী অফিসারের বদলির খবরে শিবপুরের বাসস্ট্যান্ড এলাকায় মিষ্টি বিতরণ করা হয়।
এ বিষয়ে স্থানীয়দের জানতে চাইলে তারা জানায়, জিনিয়া জান্নাতের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ-দুর্নীতিসহ নানা অভিযোগ উঠেছিল। এরই পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাকে শোকজ করা হয়েছিল। এছাড়া পৌরসভার ইজারাদারের নাম ব্যবহার করে সড়ক থেকে চাঁদা তোলা হয়। তাছাড়া সরকারি গাড়ি ব্যক্তিগত প্রয়োজনে পরিবারের সকলেই ব্যবহার করতে। অথচ গাড়িগুলোর জ্বালানি খরচ সরকার বহন করে। তার এই কর্মকান্ডে এলাকাবাসী অতিষ্ঠ। তাই তার বদলিতে মিষ্টি বিতরণ করা হয়েছে।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, শিবপুরের দুলালপুর ও মাছিমপুরে অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার জিনিয়া জিন্নাত। তিনি এসব অবৈধ বালু উত্তোলনকারি প্রতিষ্ঠানের কাছ থেকে মাসোয়ারা চাঁদা আদায় করতেন। অথচ ভূমি সংরক্ষণ আইনে কৃষি জমি থেকে বালু উত্তোলন করা সম্পূর্ণ নিষেধ।