ajkertarunkantho
ঢাকাশুক্রবার , ১ সেপ্টেম্বর ২০২৩
  1. অপরাধ-দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলাম ও জীবন
  6. কৃষি সমাচার
  7. খেলাধুলা
  8. জনদুর্ভোগ
  9. জাতীয়
  10. ধর্ম ও সংস্কৃতি
  11. প্রবাস সমাচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন

যমুনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সেপ্টেম্বর ১, ২০২৩ ৬:০০ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় যমুনা নদী থেকে শুক্রবার (১ সেপ্টেম্বর) গভীর রাতে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।

চৌহালী নৌ পুলিশের উপ-পরিদর্শক শামসুল আলম জানান, গভীর রাতে যমুনা নদীর এনায়েতপুর বেড়িবাঁধ এলাকায় একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ নদী থেকে লাশ উদ্ধার করে। নিহত যুবকের পরনে ছিল ছোট সবুজ রঙের প্যান্ট। তবে এখনো পরিচয় শনাক্ত হয়নি।

ওসি ফারুক হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাশটি বেশ কয়েকদিন আগের। ফলে শরীরের বেশিরভাগ অংশে পচন ধরেছে। আইনি প্রক্রিয়ার পাশাপাশি ময়নাতদন্ত শেষে লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ৭২ ঘণ্টা অপেক্ষার পর পরিচয় শনাক্ত না হলে সেক্ষেত্রে সরকারি কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে। অজ্ঞতা ব্যক্তির মরা দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পেরণ করা হয়েছে।