দেশের চলমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় রাষ্ট্রের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে প্রতিরোধ ও জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। এর অংশ হিসেবে রাজশাহী জেলা ইউনিট এর নির্দেশ অনুযায়ী বাঘা উপজেলা রেড ক্রিসেন্ট টিম কর্তৃক আয়োজনে শনিবার প্রায় সকাল ১০ টার দিকে বাঘা উপজেলার বিভিন্ন স্থানে ডেঙ্গু থেকে বাঁচার উপায় নিয়ে সচেতনতা মূলক মাইকিং এবং লিফলেট বিতরণ করা হয় ।
উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. রাকিব আহমেদ, উপজেলা টিম লিডার মো. আসিফ রহমান গুনজন ও প্রতিষ্ঠানটির যুব সদস্য আবু বাক্কার সিদ্দিক, মোসা: উরমি খাতুন, মো. রায়হান খাতুনসহ আরো অনেকে।
উল্লেখ্য ইতোমধ্যে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক জরুরি সাড়াপ্রদান তহবিল থেকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে ৩ কোটি ৮০ লাখ টাকা সহায়তা দিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিস (আইএফআরসি)। শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সচেতনতামূলক বার্তা পৌঁছে দিতে কাজ করছে সোসাইটির প্রশিক্ষিত যুব স্বেচ্ছাসেবকরা।