ajkertarunkantho
ঢাকাবৃহস্পতিবার , ৭ সেপ্টেম্বর ২০২৩
  1. অপরাধ-দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলাম ও জীবন
  6. কৃষি সমাচার
  7. খেলাধুলা
  8. জনদুর্ভোগ
  9. জাতীয়
  10. ধর্ম ও সংস্কৃতি
  11. প্রবাস সমাচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন

লালমনিরহাটে স্কুল ছাত্রীকে অপহরণের প্রতিবাদে মানববন্ধন

মো. বিপুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
সেপ্টেম্বর ৭, ২০২৩ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাটে এক স্কুল ছাত্রীকে চিহ্নিত মাদক কারবারি দারা অপহরণের দায়ে মানববন্ধন করছেন তার সহপাটি ও এলাকাবাসী। আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১ ঘটিকায় লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলা গোড়ল ইউনিয়নের সেবকদাস (বলাইরহাট) এলাকার নিথর ছায়েদুল হক পাবলিক দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সেখানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভুক্তভোগী ওই ছাত্রীর পিতা সুনিল চন্দ্র রায় ও বড় ভাই অনুপ রায়। তারা বলেন গত ৩ সেপ্টেম্বর দুপুর অনুমান ১২.৩০ ঘটিকার সময় নিথর ছায়েদুল হক পাবলিক দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের থেকে সেই বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী রানীকে অপহরণ করে শিবরাম এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ঘুঘড়ি দুলালের ছেলে লিমন মিয়া (২৬)। এই অপহরণ কাজে লিমনকে সহযোগীতা করেন তার বাবা দুলাল ও মা।

পরে থানায় অভিযোগ দিলে কালিগঞ্জ থানা পুলিশ মেয়েকে উদ্ধার করে এবং অপহরণকারি লিমনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেন। তার পর থেকে লিমনের পরিবার ও চিহ্নিত মাদক ব্যবসায়িরা নিয়মিত হুমকু দিয়ে চলছে। আমরা সংখ্যালঘু পরিবার, ওই ছেলে এর আগের দুটি মেয়ের সাথে একই ঘটনা ঘটিয়েছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

সেখানে আরও বক্তব্য রাখেন অপহরণকারি মেয়ের দাদা রজনী কান্ত, দাদি জোসনা বালা। প্রতিবেশি কল্পনা অধিকারী, শিল্পী রানী,গীতা রানী বাবলী রানী প্রমূখ।

এবিষয়ে নিথর ছায়েদুল হক পাবলিক দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন বলেন, যেদিন ছাত্রীটি অপহরণের ঘটনা ঘটে সেদিন আমাদের বিদ্যালয়ে ৬ টি বিদ্যালয়ের সন্ধ্যা পর্যন্ত খেলা চলছিলো। পরে যখন ঘটনা শুনি ছাত্রীর পরিবারকে সাথে নিয়ে প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করি। তবে ছেলের পরিবার চিন্তিত মাদক কারবারি। ভলো ছেলে হলে এমন করতো না। পরিবারটি যেন ন্যায় বিচারক পায় সেই দাবি জানাচ্ছি।