মানিকগঞ্জের সিংগাইর থেকে ১২ হাজার টাকা মূল্যের জাল নোটসহ প্রতারক চক্রের ১ সদস্যকে আটক করেছে সিংগাইর থানা পুলিশ। তাদের কাছ থেকে ১২টি ১০০০ হাজার টাকা মূল্যের জাল নোট জব্দ করা হয়েছে।
আটককৃত দ্বীপ্ত মন্ডল-তন্ময় (৩০) ঢাকার নবাবগঞ্জ উপজেলার চন্দ্রখোলা এলাকার মৃত সুভাষ মন্ডল ছেলে।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকালে সিংগাইর থানা অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সিংগাইর থানার একটি চৌকুস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সিংগাইর থানাধীন জয়মন্টপ কাচা বাজারে অভিযান পরিচালনা করে আসামী দ্বীপ্ত মন্ডল (তন্ময়)কে গ্রেফতারপূর্বক এক হাজার টাকার ১২টি জাল নোট, মোট ১২,০০০ জাল টাকা উদ্ধার করেন।
ধৃত আসামী দ্বীপ্ত মন্ডল (তন্ময়) এর বিরুদ্ধে বিভিন্ন থানায় ০৩ টি মাদক মামলা রয়েছে। আসামীকে আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।