মানিকগঞ্জ সদর উপজেলায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে জাহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সদর উপজেলার জাগীর ইউনিয়নের উকিয়ারা এলাকায় শনিবার রাতে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার জাহিদুল ইসলাম একই এলাকার বাসিন্দা। তিনি সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অফিস সহায়ক হিসেবে চাকরি করেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে শনিবার রাতে মসলা বাটার শিল দিয়ে স্ত্রী তাসলিমা আক্তারের মাথায় আঘাত করেন জাহিদুল। ওই সময় তাসলিমার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে জাহিদুল ইসলামকে ধরে ফেলেন। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাসলিমার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মানিকগঞ্জ সদর থানার ওসি আবদুর রউফ সরকার বলেন, ওই ঘটনায় নিহতের বাবা আহমদ আলী রোববার সকালে জাহিদুলকে আসামি করে থানায় মামলা করেন। মামলায় জাহিদুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়।
জাহিদুল হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।