ajkertarunkantho
ঢাকাসোমবার , ১১ সেপ্টেম্বর ২০২৩
 1. অপরাধ-দুর্নীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. ইতিহাস ঐতিহ্য
 5. ইসলাম ও জীবন
 6. কৃষি সমাচার
 7. খেলাধুলা
 8. জনদুর্ভোগ
 9. জাতীয়
 10. ধর্ম ও সংস্কৃতি
 11. প্রবাস সমাচার
 12. বাণিজ্য
 13. বিজ্ঞান ও প্রযুক্তি
 14. বিনোদন
 15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাহজাদপুরে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সেপ্টেম্বর ১১, ২০২৩ ৮:০২ পূর্বাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৭ বছর বয়সী শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে গোলজার হোসেন (৬২) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত গোলজার পৌর শহরের দরগাপাড়া মহল্লার মৃত আবুল কাশেমের ছেলে। তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী।

নির্যাতনের শিকার শিশুটির বাবা জানান, “শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক পাঁচটার দিকে আমার শিশু কন্যা প্রতিবেশী গোলজার হোসেনের ঘরে টিভি দেখতে গেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে সে আমার মেয়ের শরীরের স্পর্শ কাতর স্থানে হাত দিয়ে তাকে যৌন নির্যাতন করে। এসময় আমার মেয়ে কান্না করতে করতে বাড়ি ফিরে তার মাকে ঘটনাটি খুলে বলে।”

পরে শাহজাদপুর থানায় খবর দিলে এস আই গোপাল চন্দ্রের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে নির্যাতনের শিকার শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে শিশুটির মা গোলজার হোসেনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় একটি দায়ের করেন।

রবিবার (১০ সেপ্টেম্বর) শাহজাদপুর চৌকি আদালতের মাধ্যমে আসামী গোলজারকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।