মানিকগঞ্জের ঘিওরে একসঙ্গে চার মেয়ে সন্তানের জন্ম দিয়েছেন ফারজানা আক্তার (৩০) নামে এক নারী। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে গাইনি বিভাগে নরমাল ডেলিভারির মাধ্যমে চার সন্তান ভূমিষ্ঠ হয়।
এদিকে এ খবর ছড়িয়ে পড়লে শিশুদের এক নজর দেখতে হাসপাতালে জড়ো হতে থাকেন লোকজন।
জানা গেছে, ফারজানা আক্তার ঘিওর উপজেলার বাইলজুরী গ্রামের শওকত আলীর মেয়ে এবং পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলার আন্দিবাড়ি গ্রামের সেনাবাহিনীর সদস্য শরিফুলের স্ত্রী।
চিকিৎসকরা জানিয়েছেন, সদ্য হওয়া ওই চার শিশু স্বাভাবিক সময়ের আগে জন্ম নেওয়ায় ওজন তুলনামূলক কম।
হাসপাতালের গাইনি অ্যান্ড অবস বিভাগের ডা. তামান্না জানান, শুক্রবার রাতে প্রসব বেদনা নিয়ে ফারজানা আক্তার হাসপাতালে ভর্তি হন। স্বাস্থ্য পরীক্ষা শেষে নরমাল ডেলিভারির মাধ্যমে চারটি মেয়ে বাচ্চা জন্ম দেন। মা ও বাচ্চারা সুস্থ আছেন। তবে এই চার নবজাতকের ওজন স্বাভাবিকের তুলনায় কম থাকায় তাদের স্বাস্থ্যঝুঁকি রয়েছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে।
চিকিৎসক আরও জানায়, ফারজানার স্বামী বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত তাই বাচ্চা ডেলিভারির পর উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ঢাকায় নিয়ে গেছেন।
বাচ্চাদের মা ফারজানা জানান, আল্লাহর ইচ্ছায় চারজন মেয়ে বাচ্চা হয়েছে এতে আমরা খুশি। আমাদের খুশির শেষ নেই। অনেক খুশি আমরা। ফারজানা-শরিফ দম্পতির আরও দুই কন্যা সন্তান রয়েছে বলে জানা গেছে।
সম্পাদক: মাহমুদুল হাসান, নির্বাহী সম্পাদক: জাহাঙ্গীর আলম
ই-মেইলঃ newstarunkantho@gmail.com নিউজ রুমঃ০১৮৮৭ ৯১১৬৫৫
Copyright © 2023 Ajker Tarun Kantho. All rights reserved.