মানিকগঞ্জের সিঙ্গাইরে যুব মহিলা লীগের কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুম বাউল কমপ্লেক্সে জেলা যুব মহিলা লীগ এ কর্মি সমাবেশের আয়োজন করে।
জেলা যুব মহিলা লীগের আহবায়ক রোমেজা আক্তার খান মাহিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ-২ আসনের সাংসদ ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম।
মমতাজ বেগম তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে গড়া সংগঠন যুব মহিলা লীগ। শেখ হাসিনা সরকারের স্বপ্ন বাস্তবায়নে মাঠে থাকবে যুব মহিলা লীগ। আওয়ামী লীগের যে কোন সংকটময় সময়ে পাশে থাকবে এই যুব মহিলা লীগ।
জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক সালেহা জাহানের সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নারগিস আক্তার জলি, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, উপজেলা যুব মহিলা লীগের মমতাজ বেগম, সেলিনা বেগম, শামিমা আক্তারসহ অনেকে।
এসময় জেলা-উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক: মাহমুদুল হাসান, নির্বাহী সম্পাদক: জাহাঙ্গীর আলম
ই-মেইলঃ newstarunkantho@gmail.com নিউজ রুমঃ০১৮৮৭ ৯১১৬৫৫
Copyright © 2023 Ajker Tarun Kantho. All rights reserved.