নওগাঁর বদলগাছী উপজেলার উপজেলা চেয়ারম্যান শামসুল আলম খাঁনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ। রবিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নওগাঁ সদরের একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, এক মাস পূর্বে একটি চেকের মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এই সূত্র ধরে নওগাঁয় তাকে গ্রেপ্তার করা হয়।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতিয়ার রহমান এ তথ্য নিশ্চিত করেন। ওয়ারেন্ট ভূক্ত আসামী হওয়ায় ওয়ারেন্ট মূলে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।
সম্পাদক: মাহমুদুল হাসান, নির্বাহী সম্পাদক: জাহাঙ্গীর আলম
ই-মেইলঃ newstarunkantho@gmail.com নিউজ রুমঃ০১৮৮৭ ৯১১৬৫৫
Copyright © 2023 Ajker Tarun Kantho. All rights reserved.