মানিকগঞ্জের সিঙ্গাইরে ১০ জন জুয়ারিকে গ্রেফতার করেছেন থানা পুলিশ। গত মঙ্গলবার(১৯ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ড নগন(খানপাড়া) এলাকার একটি কাঠ বাগান থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ জাফর(৫৫), বশির(৩৭), মোঃ মজিবর রহমান(৩৮),জাহাঙ্গীর আলম(৫২), কবির মোল্লা(৫১), মোঃ হারুন (৫২), মোঃ জসিম (৪৮), ছিলামত খান(৫২),জুলহাস খান(৩২), মোঃ শফিকুল (২০)। তাদের সবার বাড়ি ধল্লা ইউনিয়নে।
সিঙ্গাইর থানার অফিসাস ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম জানান, গোঁপন সংবাদের ভিত্তিতে সিঙ্গাইর থানার উপ-পরিদর্শক তারিকুল ইসলামের নেতৃত্বে একটি চৌকুস দল ফোর্ডনগর এলাকায় অভিযান চালায়। পরে হাতেনাতে জুয়ার আসর হইতে তাদের গ্রেফতার কর হয়। এসময় আলামত হিসেবে ১০৪টি তাস (কার্ড), সর্বমোট ১৯ হাজার ৩১৪ টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করে বুধবার আদালতে পাঠানো হয়েছে।