ajkertarunkantho
ঢাকাবুধবার , ২৭ সেপ্টেম্বর ২০২৩
 1. অপরাধ-দুর্নীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. ইতিহাস ঐতিহ্য
 5. ইসলাম ও জীবন
 6. কৃষি সমাচার
 7. খেলাধুলা
 8. জনদুর্ভোগ
 9. জাতীয়
 10. ধর্ম ও সংস্কৃতি
 11. প্রবাস সমাচার
 12. বাণিজ্য
 13. বিজ্ঞান ও প্রযুক্তি
 14. বিনোদন
 15. বিশেষ প্রতিবেদন

খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি ফেনী জেলা শাখার কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি:
সেপ্টেম্বর ২৭, ২০২৩ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ-এর আমীর, মুজাহিদে মিল্লাত আল্লামা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর) হাফিজাহুল্লাহর উপস্থিতিতে সংগঠনটির ফেনী জেলা শাখার কমিটি গঠন সম্পন্ন।

আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) ফেনী জেলা সোনাগাজী উপজেলার ঐতিহাসিক প্রাচীন ইসলামী বিদ্যাপিঠ জামিয়া হোসায়নিয়া ওলামাবাজার মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

শায়খুল হাদীস আল্লামা নুরুল ইসলাম আদীব সাহেবের উপস্থিতিতে ফেনীর সকল উপজেলা থেকে আগত বিপুল সংখ্যক আলেম ওলামমাদের উপস্থিতিতে মাওলানা সাব্বির আহমদ-কে সভাপতি এবং মুফতী ইউসুফ কাসেমী-কে সাধারণ সম্পাদক করে শক্তিশালী ও গতিশীল কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব মধুপুর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অবমাননাকারীর শাস্তি মৃত্যুদণ্ড করে সংসদে আইন পাশ করতে হবে। কোন কুলাঙ্গার যেন তাঁর সম্পর্কে কটুক্তি করার দুঃসাহস না পায়। আক্বীদায়ে খতমে নবুওয়াতের অস্বীকারকারীরা কাফের। পাঞ্জাবের গুরুদাশপুরের কুখ্যাত মিথ্যুক মির্জা গোলাম কাদিয়ানীর অনুসারীরা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে যেহেতু শেষ নবী হিসেবে বিশ্বাস করে না, মানে না, তাই তারা কাফের। তাদেরকে যারা কাফের মানবে না কিংবা বলবে না, তারাও কাফের। তিনি সরকারের কাছে অবিলম্বে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার জোর দাবি জানান।

আরও বক্তব্য রাখেন, বিশিষ্ট আলেম, কেন্দীয় সিনিয়র নায়েবে আমীর মুফতী মিজানুর রহমান সাঈদ, মাওলানা রশিদ আহমাদ মেরাজনগর, মুফতী ইউসূফ কাসেমী, মুফতী মুজাম্মেল হক, মুফতী নুরুল্লাহ প্রমূখ।

সর্বশেষ শায়খুল হাদীস আল্লামা নুরুল ইসলাম আদীব সাহেবের দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষনা করা হয়।