ajkertarunkantho
ঢাকাবৃহস্পতিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৩
  1. অপরাধ-দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলাম ও জীবন
  6. কৃষি সমাচার
  7. খেলাধুলা
  8. জনদুর্ভোগ
  9. জাতীয়
  10. ধর্ম ও সংস্কৃতি
  11. প্রবাস সমাচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন

সিঙ্গাইরে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

ডেস্ক রিপোর্ট
সেপ্টেম্বর ২৮, ২০২৩ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জের সিঙ্গাইরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুম বাউল কমপ্লেক্সে দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ।

এতে সভাপতিত্ব করেন সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ মমতাজ বেগম।

মমতাজ বেগম তার বক্তব্যে বলেন, আমার সাংসদিয় আসনে শত শত কোটি টাকা ব্যায়ে নদী ভাঙ্গন রোধে বেরিবাধ নির্মাণ হয়েছে। ছোট বড় অসংখ্য বীজ নির্মাণ করা হয়েছে। ব্যাপক উন্নয়নের জন্য এই আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৭৫ শতাংশ ভোট পেয়ে নৌকা মার্কা আবারো বিজয়ী হবে। দেশের সার্বিক যে উন্নয়ন হয়েছে, তা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আমলেই হয়েছে।

তিনি বলেন, করোনা মহামারী, যুদ্ধ ও বিশ্ব অর্থনৈতিক মন্দাতেও বাংলাদেশকে জননেত্রী শেখ হাসিনা এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজ ঘরে ঘরে বিদ্যুৎ। শেখ হাসিনাই শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করেছেন। এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান পাওয়া যাবে না, যেখানে একাধিক ভবন নির্মাণ করা হয়নি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ডিজিটাল কম্পিউটার ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাস রুম এ সরকারের আমলেই হয়েছে।

মমতাজ বেগম আরোও বলেন, শেখ হাসিনা আমাদের অনেক দিয়েছেন। আমাদের দেওয়ার পালা। নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আমরা খুশি করব। শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাব।

এসময় পৌর মেয়র আবু নাঈম মোঃ বাশার, জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি আলী ইস্কান্দার, মনিরুল ইসলাম হিরো,সানোয়ার হোসেন,যুগ্ম সম্পাদক ওবায়দুল হক, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোহাম্মদ কহিনুর ইসলাম সানি, ভাইস চেয়ারম্যান রবিউল আলম উজ্জ্বল, ইউপি চেয়ারম্যান গাজী কামরুজ্জামান, আব্দুল হালিম, আইন বিষয়ক সম্পাদক আলম হোসেন, ছাত্রলীগ সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল আল মামুনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন।