ajkertarunkantho
ঢাকামঙ্গলবার , ৩ অক্টোবর ২০২৩
  1. অপরাধ-দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলাম ও জীবন
  6. কৃষি সমাচার
  7. খেলাধুলা
  8. জনদুর্ভোগ
  9. জাতীয়
  10. ধর্ম ও সংস্কৃতি
  11. প্রবাস সমাচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন

মানিকগঞ্জে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপন দেবনাথ

নিজস্ব প্রতিনিধি:
অক্টোবর ৩, ২০২৩ ৯:২৪ অপরাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা বিস্তারে বিশেষ অবদান রাখায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপন দেবনাথ। সম্প্রতি মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আকতার ও জেলা শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২০২২ সালের ১৩ ফেব্রুয়ারি সিংগাইর উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করেন দিপন দেবনাথ। যোগদানের পর থেকেই প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এরপর তিনি শহীদ মিনার নির্মাণ, শিক্ষার্থীদের ইউনিফর্ম, ঝরে পড়া রোধ, স্টুডেন্ট কাউন্সিল গঠন, স্কুলের সীমানা প্রাচীর, স্কুল পর্যায়ে ক্ষুদে বিজ্ঞানীদের বিজ্ঞান মেলাসহ যুগান্তকারী অবদান রাখেন। শিক্ষক-শিক্ষার্থীদের কাছে হয়ে উঠেন তিনি জনপ্রিয় ইউএনও।

এছাড়া শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ডে তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। ‘প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীর আন্ত:সর্ম্পক’ গবেষণামূলক তার লেখা গত ১৭ সেপ্টেম্বর দৈনিক ইত্তেফাকের অনলাইন ভার্সনে ছাপা হয়েছে। এসবের ভিত্তিতেই তিনি এই পদক পান বলে জানা গেছে।

দিপন দেবনাথ তার কবিতার পাণ্ডুলিপি ‘আদি ফসিলের গান’-এর জন্য জেমকন তরুণ কবিতা পুরস্কার ক্যাটাগরিতে যৌথভাবে মনোনীত হয়েছিলেন। ২০২১ সালের ৪ জুলাই বাংলা একাডেমিতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে এ পুরস্কার দেওয়া হয়েছিল।